ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি (388 মিলিয়ন সাবস্ক্রাইবার) জিও নিয়ে এলো তার ইউজার দের জন্য এক সুখবর।
25শে মার্চ থেকে ভারত সরকারের নির্দেশে করোনা মহামারি রুখতে চলছে লকডাউন। এর ফলে অনেক মানুষ হারিয়েছেন তাদের রুজিরোজগার।
অনেক মানুষের পক্ষে রিচার্জ করাটা হয়ে উঠছে দুঃসাধ্য ব্যাপার।
এই জন্য এর আগে ভারতের টেলিকম সংস্থাগুলি প্রিপেড ইউজারদের প্ল্যান ভ্যালিডিটি আগে 2বার বৃদ্ধি করেছিল।
কিন্তু বর্তমানে গ্রীন ও অরেঞ্জ জোনে দোকান খুলছে, তাই 3রা মের পরে আর বাড়ানো হয়নি ভ্যালিডিটি। তবে, অনেকেই পারেননি রিচার্জ করতে।
এই সকল গ্রাহকদের কথা চিন্তা করেই জিও আনলো 24 ঘন্টার গ্রেস পিরিয়ড।
এই সময়ে সকল ইউসার আনলিমিটেড ফ্রি কল করতে পারবেন। এমনকি যাদের এক্টিভ প্ল্যান নেই,তারাও পাবেন এই সুযোগ।
তবে, এই আনলিমিটেড কল অননেটে করা যাবে অর্থাৎ শুধুমাত্র জিও টু জিও।
আরও জানুন : দারুন নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল ! জেনে নিন বিস্তারিত !
কিন্তু, সকল ইউজাররা এটি পাবেন কি তা জিও অফিসিয়ালি বলেনি।
জিওর থেকে পরবর্তীকালে কোনো তথ্য পেলেই আমরা আপনাদের জানাবো।
এই 24 ঘন্টা শেষ হলে তাদের অনলাইনে বা রিটেলারদের কাছে গিয়ে রিচার্জ করতে হবে।
কেবলমাত্র জানুয়ারি মাসে 6.5 মিলিয়ন নতুন ইউসার পেয়েছে জিও।
এর আগেও নতুন কয়েকটা প্ল্যান এনে তাক লাগিয়ে দিয়েছিল জিও। এদের মধ্যে উল্লেখযোগ্য “ওয়ার্ক ফ্রম হোম” প্যাক (₹251,₹201 ও ₹151)।