এবার ডাউন Reliance Jio? সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে #jiodown

বিশ্বজুড়ে ফেসবুক এবং তার অন্যান্য প্লাটফর্ম গুলো ডাউন ছিল বেশ কয়েক ঘণ্টা ধরেই। সেই ঘোর কাটতে না কাটতেই এবার রিলায়েন্স জিও কানেকটিভিটি সংক্রান্ত সমস্যায় পড়ছে এমনটাই মনে করা হচ্ছে। ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম অপারেটরের অনেক ইউজার ইতিমধ্যেই এই বিষয়ে কমপ্লেইন করছেন। 

এবার ডাউন Reliance Jio?

কানেক্টিভিটি সংক্রান্ত সমস্যা পড়ছেন অনেক Reliance Jio ইউজার এমনটাই শোনা যাচ্ছে। এমনকি মাইক্রো ব্লগিং প্লাটফর্ম টুইটারে ইতিমধ্যে #jiodown ট্রেন্ড করতে শুরু করে দিয়েছে। সমস্যাটা সূত্রপাত ঘটেছে আজ সকাল 9.30 তেই এবং তখন থেকেই একের পর এক ইউজার কমপ্লেইন করতে থাকেন জিও নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার ব্যাপারে। তার এক ঘণ্টার মধ্যেই এই সমস্যা আরও বৃদ্ধি পায় এবং ডাউন ডিটেক্টর ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে চার হাজারের বেশি ইউজার এই সমস্যা সংক্রান্ত রিপোর্ট ইতিমধ্যেই জমা করেছেন।

জেনেনিন : মহাকাশে বিশ্বের প্রথম মুভি শুট করতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে গেল রাশিয়ান ফিল্ম টিম, চলবে Challenge মুভির শুটিং

এই কমপ্লেইন বাড়তে থাকে দ্রুত। ধীরে ধীরে সারাদেশ জুড়েই ইউজাররা কল ড্রপ সমস্যা সংক্রান্ত কমপ্লেইন করতে থাকেন রিলায়েন্স জিওর কাছে। জানাতে থাকেন তাদের কানেক্টিভিটি সংক্রান্ত সমস্যার ব্যাপারেও। জানানো হচ্ছে কোথাও কোথাও ইন্টারনেট কানেক্ট করতে সমস্যা হচ্ছে তো কোথাও কল ম্যানেজ করতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন জিও ইউজাররা। যদিও এই বিষয়ে রিলায়েন্স জিওর পক্ষ থেকে সঠিকভাবে কোন তথ্য পাওয়া যায়নি।

কিন্তু এক জিও ইউজারের সমস্যার উত্তরে তারা জানিয়েছেন বর্তমানে কানেক্টিভিটি সংক্রান্ত সমস্যায় পড়েছেন তাঁরা এবং সেই সমস্যার দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। আপনিও কি এই সমস্যায় পড়েছেন? রিলায়েন্স জিও নেটওয়ার্ক কেমন ছিল আজকে সারাদিন আপনার কাছে?