লঞ্চ হয়ে গেল iVOOMi Energy S1, Jeet, Jeet Pro Electric Scooters, এখনই জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট বিস্তারিত ভাবে

ইন্ডিয়ান মার্কেটে ইলেকট্রনিক্স স্কুটারের (Electric Scooter) চাহিদার কথা ভেবেই দিল্লির এক ম্যানুফ্যাকচারিং কোম্পানি iVOOMi ভারতের বাজারে লঞ্চ করে দিল নতুন 3 টি ইলেকট্রনিক্স স্কুটার। লঞ্চ হয়ে গেল iVOOMi Energy S1, Jeet, Jeet Pro Electric Scooters। রয়েছে দারুন সব ফিচার্স। চলুন দেরী না করে জেনে নেওয়া যাক খুঁটিনাটি। 

iVOOMi Jeet এবং Jeet Pro স্পেসিফিকেশন্স কেমন?

এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে পাওয়া যাবে বৃহৎ 30L Boot Space। একই সাথে থাকছে Find My Scooter, USB চার্জিং পোর্ট এবং Parking Assist মতো অত্যাধুনিক সুবিধা। এছাড়াও ইনক্লুড রয়েছে 1.5KW–2 KW ব্যাটারি। যা সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে সিঙ্গেল চার্জে 130 কিলোমিটার মাইলেজ দেয়। তারই সঙ্গে এর মধ্যে প্রিমিয়াম ডিজাইন দেখতে পাওয়া যাবে। 

iVOOMi Energy S1 স্পেসিফিকেশন্স কেমন?

এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে Disc Brake। একই সাথে থাকছে 60V, 2.0Kwh Swappable Li-ion ব্যাটারি। যা সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে 4 ঘণ্টা। এটি ফুল চার্জে সর্বোচ্চ ঘন্টায় 115KM গতিবেগ প্রদান করতে সক্ষম। এছাড়াও একটি 2KW বৈদ্যুতিক মোটর উপস্থিত রয়েছে যা প্রতি ঘন্টায় 65KM-এর গড় গতি প্রদান করে।

জেনেনিন : 8 GB RAM, 50MP ক্যামেরা সহ লঞ্চ হয়ে গেল OPPO K10 স্মার্টফোন, দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম, কালার ভেরিয়েন্ট, সেল ডেট এবং ডিসকাউন্ট অফার সমস্ত কিছু বিস্তারিত ভাবে

দাম কত?

তিনটে স্কুটারেরই দাম সংস্থার তরফ থেকে প্রকাশ করা হয়েছে। জানা গেছে iVOOMi Jeet ইলেকট্রিক স্কুটারের দাম নির্ধারণ করা হয়েছে 82,000 টাকা। একই সঙ্গে iVOOMi Energy S1-এর জন্য খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় 85,000 টাকা। এছাড়াও iVOOMi Jeet Pro কেনার ক্ষেত্রে দাম পড়বে 93,000 টাকার কাছাকাছি।

কালার ভেরিয়েন্ট কেমন থাকছে?

ইন্ডিয়ান মার্কেটে উল্লেখিত ইলেকট্রিক স্কুটারগুলি Red, Grey এবং Blue কালারে পাওয়া যাবে। কোন ইলেকট্রিক স্কুটারটি আপনার সবথেকে বেশি আকর্ষনীয় বলে মনে হয়েছে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!