5000mAh ব্যাটারি সহ লঞ্চ হয়ে গেল iQOO U5x স্মার্টফোন, এক নজরে দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট বিস্তারিত ভাবে

সম্প্রতি iQOO ব্র্যান্ড U-সিরিজের সর্বশেষ স্মার্টফোন হিসাবে চুপিসারে চীনা মার্কেটে লঞ্চ করে দিল নতুন iQOO U5x স্মার্টফোন। ইতিমধ্যে স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট জানতে পারা গেছে। চলুন দেরি না করে এখনই জেনে নেওয়া যাক খুঁটিনাটি। 

iQOO U5x স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 600×720 Pixels রেজুলিউশন বিশিষ্ট 6.5-Inch LCD Panel। তারই সাথে থাকছে 60Hz Refresh Rate। এছাড়াও স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে Adreno 610 GPU সহ Qualcomm Snapdragon 680 Chipset। ডিভাইসটি Android 11 Origin OS উপর নির্ভর করে নির্মিত হয়েছে।

এবার আসা যাক ক্যামেরা প্রসঙ্গে। এই স্মার্টফোনের মধ্যে ইনক্লুড থাকছে ডুয়াল ক্যামেরা। যেখানে পাওয়া যাবে 13MP Primary Camera এবং 2MP Depth Sensor। এখানেই শেষ নয় রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরার সাহায্যে সেলফি তোলার সুবিধাও। একইসঙ্গে পাওয়া যাবে 5,000mAh ব্যাটারি এবং 10W চার্জার। আরও রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

জেনেনিন : Reliance Jio নিয়ে এলো নতুন ক্রিকেট প্ল্যানস, সাথে রয়েছে Disney+ Hotstar সাবস্ক্রিপশন, রয়েছে দারুন বেনিফিট

দাম কত রাখা হয়েছে?

সংস্থার তরফ থেকে iQOO U5x স্মার্টফোনের 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে CNY 849 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 11,000 টাকা। এরই পাশাপাশি 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য খরচ করতে হবে CNY 1,049 অর্থাৎ ভারতীয় মুদ্রায় 12,500 টাকার কাছাকাছি। এছাড়া Micro-SD ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

কালার ভেরিয়েন্ট কেমন থাকছে?

স্মার্টফোনটি চীনে Star Black এবং Polar Blue এই দুটি কালার অপশনে উপলব্ধ রয়েছে। আমাদের দেশে স্মার্টফোনটি কবে পাওয়া যাবে তার সঠিক খবর এখনই বলা সম্ভব নয়। তবে যদি আমরা সংস্থার U-সিরিজের স্মার্টফোনগুলোর দিকে নজর রাখি তাহলে একথা সত্য যে ব্র্যান্ড সাধারণত ভারতের বাজারে U-সিরিজের স্মার্টফোন লঞ্চ করে না।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!