ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) নিয়ে এখন আমাদের নতুন করে কিছু বলার নেই। আমরা সকলেই অল্পবিস্তর এই গেম নিয়ে পরিচিত। পাবজি মোবাইল দেশে ব্যান হয়ে যাওয়ার পর পুনরায় ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া নামে এই গেম কে ভারতে লঞ্চ করা হয়েছে। তারপর থেকে বেড়েই চলেছে এই গেমের প্রতি সকলের ভালোবাসা।
এবার এই গেমের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই iQOO নিয়ে এলো তাদের প্রথম ই-স্পোর্টস টুর্নামেন্ট (e-Sports Tournament)। এর নাম তারা দিয়েছে iQOO All Stars Cup। যেখান পুরস্কার মূল্য থাকছে 5 লাখ টাকা। 6 দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। শুরু হয়েছে আগস্ট এর 26 তারিখ সন্ধ্যা 6 টার সময় এবং চলবে আগস্টের 31 তারিখ পর্যন্ত।
16 টি টিম পার্টিসিপেট করবে এই ইভেন্টে এবং 5 লাখ টাকার এই বিপুল মূল্যের পুরস্কার ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে টপ-থ্রি টিমের মধ্যে। শুধু মাত্র এখানেই শেষ নয়। আরও পুরস্কার রয়েছে। পুরস্কৃত করা হবে টুর্নামেন্টের Most Valuable Player কেউ। সমস্ত কিছু মিলিয়ে iQOO এর এই ঘোষণা আনন্দিত করে তুলেছে সকল BGMI প্লেয়ারদের।
এর আগেও আমরা দেখেছিলাম Krafton আগামী মাসেই নিয়ে আসছে তাদের ই-স্পোর্টস টুর্নামেন্ট। যার নাম তারা রেখেছে BGMI India Series। তারও রেজিস্ট্রেশন চলছে। আর এই iQOO All Stars Cup টুর্নামেন্ট এর লাইভ স্ট্রিম দেখতে পাবেন নিচের ভিডিওতে ক্লিক করে।
সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।