গত বছরই IQOO-এর তরফ থেকে লঞ্চ করা হয়েছিল ভারতের প্রথম 5G রেডি স্মার্টফোন, IQOO 3। আর এবার এই স্মার্টফোনটির দাম সাংঘাতিক রকম ভাবে কমিয়ে দেওয়া হল। 20,000 টাকার বেশি দাম কমিয়ে স্মার্টফোনটির বর্তমান দাম রয়েছে 17,495 টাকা মাত্র।
আপনি যদি এই স্মার্টফোনটা নেওয়ার কথা ভাবছেন তো নিঃসন্দেহে এটি দারুণ সুযোগ। এই স্মার্টফোনের সমস্ত কিছু আপনাকে জানাবো। চলুন দেখে নেওয়া যাক IQOO 3 এর স্পেসিফিকেশনস।
IQOO 3 এর স্পেসিফিকেশনস
IQOO 3 এর মধ্যে রয়েছে 6.4 ইঞ্চির S-AMOLED Display। FHD+ রেজোলিউশনের সাথে। পিক ব্রাইটনেস 800nits এর। তার সাথে Gorilla Glass 6 এর প্রটেকশন পেয়ে যাবেন।
ক্যামেরার কথা বলতে গেলে এর মধ্যে রয়েছে কোয়াড ক্যামেরা (Quad Camera) সেটআপ। যার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেলের। তার সাথে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 13 মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। পাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
জানেন কি : শীঘ্রই লঞ্চ হতে চলেছে POCO X3 GT, পাওয়া গেল এমনই ইঙ্গিত
তার সাথে প্রসেসর হিসাবে পাবেন Snapdragon 865 প্রসেসর। থাকছে LPDDR 5 RAM এবং UFS 3.1 স্টোরেজ। সবশেষে বলব এই স্মার্টফোনের ব্যাটারি সম্পর্কে পাবেন 4,400mAh এর ব্যাটারি। যেটা 55W এর রাপিড চার্জিং সাপোর্ট করে।
IQOO 3 স্মার্টফোনটির প্রাইস
IQOO 3 5G 12GB ও 256GB-র লঞ্চ দাম ছিল 46,990 টাকা। সেটা কমে হয়েছে মাত্র 22,495 টাকা। IQOO 3 4G 8GB ও 128GB-র লঞ্চ প্রাইস ছিল 37,990 টাকা। সেটা কমে হয়েছে মাত্র 17,495 টাকা। IQOO 3 4G 8GB-256GB-র লঞ্চ প্রাইস ছিল 41,990 টাকা। সেটা কমে হয়েছে মাত্র 18,995 টাকা। নিঃসন্দেহে এটা সুবর্ণ সুযোগ হতে চলেছে IQOO লাভারদের জন্য।
শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।