আসছে সস্তার iPhone SE এর সাক্সেসর, জেনে নিন সম্ভাব্য ডিজাইন ও স্পেসিফিকেসনস

অল্প টাকায় যারা আইফোনের মজা উপভোগ করতে চাইতেন তাদের জন্য iPhone SE এক অত্যন্ত জনপ্রিয় অপশন। এবার মনে করা হচ্ছে অ্যাপেল খুব শীঘ্রই iPhone SE এর সাক্সেসর আনতে চলেছে। যাকে বলা হচ্ছে iPhone SE3 বা iPhone SE Plus! এই আইফোন iPhone SE3 সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য বাজার গরম করে চলেছে।

নতুন কি কি ফিচার যোগ হচ্ছে এই iPhone এ?

বেশ কিছু ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে আইফোনের এই নতুন মডেলের থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে। এর ব্রেজেলস হবে খুবই স্লিম এবং এর দামও এর পূর্বতন মডেলের মতোই সাধারণ ইউজারদের সাধ্যের মধ্যেই থাকবে। 

এই আইফোনের হোম বাটনে বেশ কিছু পরিবর্তন আসছে। মনে করা হচ্ছে এখানে ফিজিক্যাল হোম বাটন থাকবে না। তার পরিবর্তে এর পাওয়ার বাটনেই থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।  ঠিক iPad Air এর মতোই। 

ব্যাক সাইড থাকছে সিঙ্গেল রিয়ার ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ। 

জেনে নিন : দূর থেকেই হবে আপনার স্মার্টফোন চার্জ

নিশ্চিত ভাবেই iPhone SE এর এই সাক্সেসর অনেকটাই মডার্ন লুকের সাথেই আসবে। যদিও iPhone SE3 কবে লঞ্চ হবে সেই বিষয়ে বিস্তারিত ভাবে অফিসিয়ালি অ্যাপেল কোন কিছুই জানায়নি। তবে মনে করা হচ্ছে 2021 এর মাঝামাঝি বা শেষের দিকেই লঞ্চ করা হতে পারে এই আইফোন।