iPhone SE 3 আসছে আরও সস্তায়! পাওয়া যাবে চমকে দেওয়ার মতো স্পেসিফিকেশন্স

সস্তার স্মার্টফোন হিসাবে iPhone SE লঞ্চের পরেই চারিদিকে হৈচৈ ফেলে দিয়েছিল। 2020 সালে লঞ্চ হওয়া এই আইফোনের দাম রাখা হয়েছিল মাত্র 42,500 টাকা। আর সেই জন্যই খুবই অল্প টাকার আইফোন যারা কিনতে চান, তাদের কাছে এর জনপ্রিয়তা দারুন ভাবে বেড়ে গিয়েছিল। এবার আরো এক চমক নিয়ে আসছে অ্যাপেল। জানা যাচ্ছে এই আইফোনেরই পরবর্তী মডেল। অর্থাৎ আইফোন iPhone SE 3 আরও সস্তায় আসতে পারে দেশের বাজারে। 

খুব শীঘ্রই লঞ্চ করা হতে চলেছে iPhone SE 3

জানা যাচ্ছে এটি লঞ্চ করা হবে আগামী মাসেই। তবে লঞ্চের আগেই প্রতিবারের মতো এবারও এই আইফোন মডেল সম্পর্কে অনেক তথ্যই লিক হয়ে গেছে। আর যেটা দেখেই চমকে যাচ্ছেন সকলে। মনে করা হচ্ছে এই নতুন আইফোন iPhone SE 3 মডেলের দাম হতে পারে মাত্র 300 USD। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 22,500 টাকা মত। জানা যাচ্ছে ভারত এবং চীনের কিছু ফ্যাক্টরিতে ইতিমধ্যেই ম্যাস প্রোডাকশন শুরু হয়ে গেছে এই নতুন আইফোন মডেলের। শুধুমাত্র দামেই কম নয়। চমকে দেওয়ার মতো স্পেসিফিকেশনস থাকতে পারে এই স্মার্টফোনটির। 

জেনেনিন : দূর্দান্ত বেনিফিট সহ BSNL লঞ্চ করে দিল 197 টাকার নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান, এখনই দেখেনিন খুঁটিনাটি

যার মধ্যে আগের আইফোন iPhone SE-র তুলনায় ভালো প্রসেসর তো থাকবেই। থাকবে 5G সাপোর্ট এবং আরো ব্যাটারি পারফরমেন্সে। তবে এই মডেলে ফেস আইডি থাকবে কিনা তা এখনও পর্যন্ত সঠিক জানা যায়নি। iPhone 13 সিরিজের মতোই এই iPhone SE 3-এর মধ্যেও থাকবে A15 Bionic চিপসেট। মনে করা হচ্ছে iOS15 অপারেটিং সিস্টেম পাওয়া যাবে আউট অব দ্য বক্স। এর মধ্যে একটি রিয়ার ক্যামেরা এবং একটি ব্যাক ক্যামেরা থাকতে পারে।

যদিও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে যে সমস্ত রেন্ডার বেরিয়ে এসেছে তার মধ্যে দেখা যাচ্ছে iPhone SE-এর মত টাচ আইডি নেই এই স্মার্টফোনটিতে। স্মার্টফোন টির ডান দিকে রয়েছে পাওয়ার বাটন এবং সিম ট্রে। এবং ভলিউম রকারস রয়েছে বাঁদিকে। এছাড়াও থাকছে Type-C চার্জিং পোর্ট। সমস্ত কিছু মিলিয়ে নতুন চমকের জন্য আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। 

এত সস্তায় এই ধরণের স্পেসিফিকেশন্স এর সাথে আইফোন এলে আপনিও কি এই আইফোন কিনবেন?  সেই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই জানাতে ভুলবেন না। এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!