সম্প্রতি লঞ্চ হয়ে গেছে iPhone 13 সিরিজের চারটি অসাধারণ মডেল। প্রসঙ্গত সেই ঘটনাকে সামনে রেখেই Apple সংস্থা তাদের Apple Online Store-এ iPhone 12 সিরিজের স্মার্টফোনগুলোর উপর হিউজ ডিসকাউন্টের কথা ঘোষণা করেছে।
অর্থাৎ এখন আপনি iPhone 12 সিরিজের স্মার্টফোন কিনে নিতে পারবেন নির্ধারিত মূল্যের পরিবর্তে অনেক কম খরচে। চলুন জেনে নেওয়া যাক কত টাকা ডিসকাউন্ট রয়েছে।
iPhone 12 ডিসকাউন্ট কেমন রয়েছে?
এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 1170×2532 Pixel রেজোলিউশন বিশিষ্ট 6.1 Inch Display। স্মার্টফোনের মধ্যে আপা যাবে Apple A14 Bionic Chipset। একই সঙ্গে থাকছে 12MP+12MP সেটাআপে ডুয়েল ক্যামেরা। এছাড়াও রয়েছে 2815mAh ব্যাটারি।
iPhone 12 এর 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট দাম 79,900 টাকা। কিন্তু বর্তমানে আপনি এটির উপর পেয়ে যাবেন 14,000 টাকা ডিসকাউন্ট। অর্থাৎ আপনাকে এর জন্য দিতে হবে 65,900 টাকা। অন্যদিকে এর 128GB ভেরিয়েন্ট এর দাম 84,900 কিন্তু বর্তমানে আপনি এটি পেয়ে যাবেন 70,900 টাকায়। এছাড়াও এর 256GB মডেল এর মূল্য 94,900 টাকা কিন্তু বর্তমানে আপনি পেয়ে যাবেন 80,900, টাকাতে।
iPhone 12 Mini-তে ডিসকাউন্ট কেমন রয়েছে?
এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 5.4-Inch OLED Super Retina Display। এই স্মার্টফোনের মাধ্যমে আপনি নির্ভাবনায় 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। একই সাথে স্মার্টফোনের মধ্যে রয়েছে A14 Bionic Processor।
iPhone 12 Mini ভারতের বাজারে দাম 69,900 টাকা। কিন্তু বর্তমানে আপনি এটি পেয়ে যাবেন 59,900 টাকাতে। অর্থাৎ আপনি পেয়ে যাচ্ছেন পুরো 10,000 টাকা ডিসকাউন্ট।
iPhone 12 Pro এবং iPhone 12 Pro Max ডিসকাউন্ট কেমন রয়েছে?
এই প্রসঙ্গে আপনাদের জানাবো এই আর্টিকেলটি লেখার সময় Apple Online Store-এ iPhone 12 Pro এবং iPhone 12 Max Pro উপলব্ধ ছিল না। মনে করা হচ্ছে সংস্থা তাদের অনলাইন সাইট থেকে উল্লেখিত ফোন দুটি সরিয়ে নিয়েছে। তবে হতাশ হবার কারণ নেই। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে 128 GB ROM যুক্ত iphone 12 Pro আপনি পেয়ে যাবেন 1,15,900 টাকাতে। একই সঙ্গে Amazon-এ এটি আপনি পেয়ে যাবেন 1,6,900 টাকায়।
অপরদিকে iPhone 12 Pro Max এর 128GB ভেরিয়েন্ট Flipkart এর মাধ্যমে আপনি কিনে নিতে পারবেন 1,25,900 টাকাতে। একই সঙ্গে এটি Amazon সাইটে বিক্রি হচ্ছে 1,15,900 টাকায়।
জেনে নিন : আপনার স্মার্টফোনে এই Application Install করা নেই তো? এখুনি Uninstall করে দিন
আপনি যদি iPhone 12 সিরিজের স্মার্টফোন কিনতে চান তাহলে এটাই আপনার কাছে সঠিক সময়। এমন অসাধারণ অফার হাতছাড়া করবেন না। কেমন লাগলো আপনার এই ডিসকাউন্ট? তা অবশ্যই জানাতে ভুলবেন না।