অ্যাপেল (Apple) তাদের 2021 লঞ্চ করে দিল iPad 10.2 ইঞ্চি 2021 এবং তার সাথে iPad Mini কে। এই দুটো আইপ্যাডের মধ্যেই দারুন সমস্ত স্পেসিফিকেশনস এবং ফিচারস পাব আমরা। চলুন দেখে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে। তার সাথে দেখে নেব এর দাম এবং এর এভেলবিলিটিও।
iPad 2021 -এর স্পেসিফিকেশনস এবং ফিচারস
iPad 2021-এর মধ্যেই পাওয়া যাবে 10.2 ইঞ্চির রেটিনা ডিসপ্লে। পাওয়া যাবে অ্যাম্বিয়েন্ট লাইট সেনসর যা পূর্ববর্তী মডেলের তুলনায় আপগ্রেড করা রয়েছে। পাওয়া যাবে ট্রুটোন ডিসপ্লের সুবিধা। থাকবে A13 বায়োনিক চিপসেটের সাপোর্ট। যেটা অ্যাপেল জানাচ্ছে পূর্ববর্তী মডেলের তুলনায় 20 শতাংশ পারফরম্যান্স বুস্ট করে দেবে এই মডেলে।
ক্যামেরার কথা বলতে গেলে এর মধ্যে পাওয়া যাবে 8MP এর ব্যাক ক্যামেরা। যার মধ্যে অ্যাপারচার পাওয়া যাবে f/2.4 এর। সামনে রয়েছে 12.2MP এর ক্যামেরা। আইপ্যাডটিতে রয়েছে স্টেরিও স্পিকার এবং মাইক্রোফোনও। পাওয়া যাবে টাচ আইডি সেনসর। যেটা নিচের বেজেলে অবস্থান করছে। আর এটা রান করছে iPad OS 15-এ।
যার মধ্যে মাল্টি টাস্কিং উইজেট সাপোর্ট পাওয়া যাবে। অ্যাপেল জানাচ্ছে সারাদিনের ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম এই আইপ্যাড। আর এই আইপ্যাড সাপোর্ট করবে Apple Pencil First জেনারেশনকে।
iPad Mini 2021-এর স্পেসিফিকেশন্স
আইপ্যাড মিনি (iPad Mini)-র মধ্যে রয়েছে 8.3 ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে। পাওয়া যাবে A15 বায়োনিক চিপসেটের সাপোর্ট। অ্যাপেল জানাচ্ছে A15 চিপসেট এই আইপ্যাড মডেলের পূর্ববর্তী ভেরিয়েন্টের তুলনায় 40 শতাংশ বেশি CPU পারফরম্যান্স দেবে। তার সাথে 80 শতাংশ বেশি গ্রাফিক পারফরম্যান্স দেবে। যেটা নিঃসন্দেহে একটা বিশাল ক্লেইম Apple এর পক্ষ থেকে।
ক্যামেরা হিসাবে রয়েছে 12 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা। তার সাথে রয়েছে 12 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড ফ্রন্ট ক্যামেরা। এর পাওয়ার বাটনে টাচ আইডি সুবিধা পাওয়া যাবে। থাকছে না কোন ফেস আইডির সুবিধা। এর মধ্যে থাকছে একটি ল্যান্ডস্কেপ স্টেরিও স্পিকার এবং তার সাথে স্টুডিও কোয়ালিটি মাইক্রোফোনস।
এর সাথে অ্যাপেল পেন্সিল সেকেন্ড জেনারেশন ব্যবহার করা যাবে এবং আগের আইপ্যাডের মতোই অ্যাপেল জানাচ্ছে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে এই আইপ্যাডও। এর মধ্যে পাওয়া যাবে USB Type C-এর সুবিধা যেটা 5Gbps পর্যন্ত ডেটা ট্রান্সফারের স্পিড প্রদান করবে।
iPad মডেল দুটির দাম এবং অ্যাভেলেবেলিটি
নতুন আইপ্যাড 10.2, 2021 ভেরিয়েন্ট সিলভার এবং স্পেইসগ্রে এই দুটো কালারের সাথে পাওয়া যাবে। এবং সেপ্টেম্বরের 14 তারিখ থেকে অর্ডার করা যাবে এই নতুন আইপ্যাড কে আমাদের দেশে। তার পরের সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে এর শিপিং।
দাম শুরু হচ্ছে 30,900 টাকা থেকে। এই দাম 64GB WiFi অনলি ভেরিয়েন্টের জন্য। আর তার সাথে WiFi+Cellular ভার্সনের দাম শুরু হচ্ছে 42,900 টাকা থেকে। আর এই দামটাও 64 জিবি ভেরিয়েন্ট এর জন্যই।
অপরদিকে আইপ্যাড মিনি (iPad Mini) বেস ভেরিয়েন্ট অর্থাৎ 64GB ও WiFi অনলি ভেরিয়েন্ট এর দাম শুরু হচ্ছে 46,900 টাকা থেকে। 64GB WiFi + Cellular ভার্সন এর দাম শুরু হচ্ছে 60,900 টাকা থেকে। বেশ কয়েকটি কালারে এই আইপ্যাড থেকে পাওয়া যাবে। সেগুলি হল পিংক, স্টারলাইট, পার্পেল এবং স্পেস গ্রে। সেপ্টেম্বরের 14 তারিখ থেকে এই আইপ্যাডেরও অর্ডার শুরু হবে এবং পরের সপ্তাহে এর শিপিং শুরু হবে।