সাবধান! আপনার স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটারে ঘনিয়ে এসেছে বিপদ, ঘোষণা করল ভারত সরকার, জেনেনিন বাঁচার উপায়

Hack ShresthoTech

ভারত সরকারের অফিসিয়াল ইনফরমেশন-টেকনোলজি সিকিউরিটি অর্গানাইজেশন CERT-IN এক গুরুত্বপূর্ণ ঘোষণা করে দিয়েছে। আপনি যদি উইন্ডোজ বা এন্ড্রয়েড বা iOS-এর কোন ডিভাইস ব্যবহার করেন, তাহলে আপনার জন্য বিপদ ঘনিয়ে এসেছে। এই সমস্ত ডিভাইস গুলো থেকে আপনার তথ্য হাতিয়ে নেওয়ার আশঙ্কা বেড়ে গেছে প্রচন্ড রকম ভাবে।

এমনকি সিকিউরিটি সংক্রান্ত সমস্যা হতে পারে এই ডিভাইস থেকে। তাই এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে ভারত সরকারের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (Computer Emergency Response Team)। তারা জানিয়েছে এই বিপদ থেকে বাঁচতে আপনার আইফোন হোক বা আইপ্যাড। তার সাথে উইন্ডোজ ল্যাপটপ অথবা পিসি বা এন্ড্রয়েড মোবাইল ফোন, যা কিছু ডিভাইসই আপনি ব্যবহার করুন না কেন। সেই ডিভাইসকে লেটেস্ট ভার্সন আপডেট করে নিতে হবে। 

জেনেনিন : Vi কাস্টমারদের সাথে এইভাবে হচ্ছে স্ক্যাম, এখুনি জেনেনিয়ে সচেতন হয়ে যান

যার ফলে এই ধরনের সিকিউরিটি সংক্রান্ত সমস্যা থেকে আপনি বেঁচে যেতে পারবেন। ইতিমধ্যে অ্যাপেল (Apple) এবং গুগল (Google) সফটওয়্যার প্যাচ রিলিজ করে দিয়েছে। সেই প্যাচ আপনি ডাউনলোড করে ইন্সটল করে নিলে এই সংক্রান্ত সমস্যা থেকে বেঁচে যাবেন। 

অপরদিকে মাইক্রোসফট জানিয়েছে এই ভালনারেবিলিটি তাদের কোনরকম সমস্যা তৈরি করতে পারেনি। তবুও আপনি এখনই চেক করে দেখুন। আপনার ডিভাইস লেটেস্ট ভার্সন আপডেট রয়েছে কিনা। মনে করা হচ্ছে মাইক্রোসফটও খুব শীঘ্রই এই সংক্রান্ত আপডেট নিয়ে আসবে। তাই সেদিকটাও খেয়াল রাখুন। 

যদি আপডেটেড ভার্সন না থাকে এক্ষুনি আপনার ডিভাইসকে আপডেট করে নিন। আর এই বিপদ থেকে বাঁচুন। আপনার প্রিয়জনদেরও এই খবরটি শেয়ার করে সচেতন করে দিন।