10,000 টাকার নীচেই লঞ্চ হয়ে গেল Intel A48 স্মার্টফোন, জেনেনিন এর স্পেসিফিকেশন্স ও দাম

আজই ইন্টেল (Intel) ভারতে লঞ্চ করে দিল তাদের নতুন এক বাজেট রেঞ্জের স্মার্টফোন। এর নাম Intel A48। কেমন রয়েছে এর স্পেসিফিকেশন্স ও দাম? জেনেনিন বিস্তারিত ভাবে। 

Intel A48 স্পেসিফিকেশন্স

Intel A48 এর মধ্যে রয়েছে 6.1 ইঞ্চির আইপিএস (IPS) ডিসপ্লে। ডিসপ্লের মধ্যে রয়েছে ওয়াটার ড্রপ নচ (Water Drop Notch)। যার মধ্যে অবস্থান করছে সেলফি ক্যামেরা। ক্যামেরা হিসাবে এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে 5 মেগাপিক্সেলের AI সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 

স্মার্টফোনের ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 3,000mAh এর ব্যাটারি। রয়েছে ইউএসবি পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক। প্রসেসর হিসেবে এই স্মার্টফোনে কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে তা এখনো ক্লিয়ার করা হয়নি ইন্টেল এর পক্ষ থেকে। তবে 2 GB RAM পাওয়া যাবে আর তার সাথে 32GB ইন্টার্নাল স্টোরেজ থাকছে। যেটাকে 128 GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে মাইক্রো এসডি কার্ড (MicroSD Card) ব্যবহার করে। 

Intel A48-এর দাম

Intel A48-এর দাম রাখা হয়েছে 6,399 টাকা। আর এই টাকা আপনাকে দিতে হবে 2 GB-32 GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য। অ্যামাজন ইন্ডিয়া অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই স্মার্টফোনটি আপনি কিনতে পারবেন। 

জেনেনিন : 50 Million Download-এর মার্ক পেরিয়ে গেল Battlegrounds Mobile India, খুশির মহল সকলের মধ্যে

তিনটে কালার ভেরিয়েন্ট এই স্মার্টফোনটি পাওয়া যাবে- গ্রেডেশন ব্ল্যাক, গ্রেডেশন গ্রীন এবং গ্রেডেশন পারপেল। এরমধ্যে ওয়ান টাইম স্কিন রিপ্লেসমেন্ট অফার পাওয়া যাবে। আর এই অফার এভেলেবেল করতে হবে কেনার 100 দিনের মধ্যে।