Infinix লঞ্চ করেদিল Infinix Note 10 Pro ও Infinix Note 10 এই দুটি স্মার্টফোন, দেখে নেওয়া যাক এদের সমস্ত স্পেসিফিকেশন্স, দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

Infinix এর তরফ থেকে আজকেই লঞ্চ করে দেওয়া হল দুটি স্মার্টফোন। সেগুলি হল Infinix Note 10 Pro এবং Infinix Note 10। এক নজরে দেখে নেওয়া যাক এই স্মার্টফোন গুলোর সমস্ত স্পেসিফিকেশনস, দাম, সেল ডেট সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

Infinix Note 10 Pro স্পেসিফিকেশনস

Infinix Note 10 Pro স্মার্টফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন 6.95 ইঞ্চি Full HD+ Super Fluid ডিসপ্লে। এর মধ্যে 180Hz এর টাচ স্যাম্পলিং রেট ও 90Hz এর রিফ্রেশ রেট পেয়ে যাবেন। 

ক্যামেরার কথা বলতে গেলে Infinix Note 10 Pro-র মধ্যে আপনি পেয়ে যাবেন 64 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা। তার সাথে থাকছে 8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স। স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 5000mAh এর ব্যাটারি।

আর তার সাথে এই ম্যাসিভ ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য থাকছে 30W এর ফাস্ট চার্জিং সাপোর্ট। থাকছে USB Type C এবং 3.5mm অডিও জ্যাক। প্রসেসর হিসাবে এই Infinix Note 10 Pro-র মধ্যে আপনি পেয়ে যাবেন Mediatek এর Helio G95 প্রসেসর। আর 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজের সাথে এই স্মার্টফোন এভেলেবেল।

Infinix Note 10 Pro এর দাম

8GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ সম্পন্ন Infinix Note 10 Pro এর দাম রাখা হয়েছে 16,999 টাকা।

স্মার্টফোনটির কালার ভেরিয়েন্ট 

Infinix Note 10 Pro পাওয়া যাবে 7 Degree Purple, 95 Degree Black এবং Nordic Secret এই তিনটে কালার ভ্যারিয়েন্টের সাথে। 

জেনে নিন : ফাঁস হয়ে গেল OnePlus Nord CE 5G এর দাম, জেনে নিন বিস্তারিত

Infinix Note 10 Pro এর সেল ডেট 

ফোনটি বিক্রি করা হবে ফ্লিপকার্ট (Flipkart) এর মাধ্যমে। এবং অফিশিয়ালি এর pre-order শুরু হচ্ছে জুন মাসের 13 তারিখ থেকে। 

Infinix Note 10 স্পেসিফিকেশনস

এবার আসি Infinix Note 10 এর ব্যাপারে। Infinix Note 10 এর মধ্যে আপনি পেয়ে যাবেন Infinix Note 10 Pro-এর মতোই 6.95 ইঞ্চি Full HD+ Super Fluid ডিসপ্লে। তবে 60Hz এর রিফ্রেশ রেট পাওয়া যাবে। 

ক্যামেরার কথা বলতে গেলে এই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন 48 মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স। ব্যাক সাইডে থাকছে Quad LED ফ্ল্যাশ। সেলফি ক্যামেরা হিসাবে আপনি পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

সাথে থাকছে ডুয়াল LED ফ্ল্যাশ। প্রসেসর এর কথা বলতে গেলে এই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন Mediatek এর Helio G85 প্রসেসর। আর 4 GB RAM ও 64 GB ইন্টারনাল স্টোরেজ। আর 6GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজে এই দুটি ভ্যারিয়েন্টে এই স্মার্টফোনটিকে আপনি পাবেন। 

এবার আসি স্মার্টফোনের ব্যাটারির ব্যাপারে। আগের স্মার্টফোনের মতোই এই স্মার্টফোনের মধ্যেও আপনি পেয়ে যাবেন 5000mAh এর ম্যাসিভ ব্যাটারি। তবে এই ব্যাটারীতে চার্জ দেওয়ার জন্য পাবেন 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। 

Infinix Note 10 এর দাম 

দুটি ভেরিয়েন্টের এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। 4GB RAM ও 64GB ইন্টার্নাল স্টোরেজ এবং তার সাথে 6GB RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজ। 4 GB RAM ও 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম 10,999 টাকা। এবং 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম 11,999 টাকা। 

জেনে নিন : Samsung এর এই স্মার্টফোনটিতে পাবেন 10,000 টাকার ডিসকাউন্ট, পাগল করা অফার

কালার অপশন

7 Degree Purple, 95 Degree Black এবং Emerald Green এই তিনটি কালার ভেরিয়েন্টে এই স্মার্টফোনটি পাওয়া যাবে।  

সেল ডেট 

স্মার্টফোনটি বিক্রি শুরু হবে 13 ই জুন এবং ফ্লিপকার্ট থেকে স্মার্টফোনটিকে কিনতে পাওয়া যাবে।