বিশ্বের জনপ্রিয় ফার্নিচার ব্র্যান্ড আইকিয়া (IKEA) এর আগেও আমাদের নানান চমক দিয়েছে। এবার তারা Sonos-এর সাথে পার্টনারশিপে নতুন এক প্রোডাক্ট নিয়ে এল। তবে নতুন বললেও এটা তাদের পার্টনারশিপের তৃতীয় প্রোডাক্ট। এই প্রোডাক্ট এর মধ্যে ফটো ফ্রেম তো থাকবেই, তার সাথে চলবে গানও। ফটো ফ্রেমের সাথে ওয়ারলেস স্পিকার (Wireless Speaker) হিসেবেও কাজ করবে এই প্রোডাক্টটি।
এই প্রোডাক্টের নাম তারা দিয়েছে Symofonisk Bookshelf Speaker। 22 ইঞ্চি বাই 16 ইঞ্চি ফ্রেমের মধ্যে রয়েছে ভালো কোয়ালিটির স্পিকার। এই প্রোডাক্ট এর ব্যাক সাইডে দেওয়া রয়েছে ভলিউম রকার্স বাটন। তার সাথে প্লে, পস বাটন ব্যাক সাইডে থাকলেও খুব সহজেই একসেস করা যাবে এই বাটন গুলিকে।
শুধু মাত্র এখানেই থেমে থাকছে না এর সুবিধা। এই ফটো ফ্রেম কে আমাদের স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে ওয়াইফাই (WiFi) এর সাহায্যে। ব্যবহার করতে পারব Sonos S2 এপ্লিকেশনের সাহায্যে। এই Application সমস্ত প্লাটফর্ম এর জন্যই উপলব্ধ রয়েছে। এমনকি অ্যাপেল ডিভাইস থেকেও এখানে মিউজিক স্ট্রিম করা যাবে AirPlay 2 ব্যবহার করে।
এবার আসা যাক এই প্রোডাক্টটির দামের ব্যাপারে। এর দাম রাখা হয়েছে 199 ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় 14,750 টাকা মতো। তবে এখনও পর্যন্ত ভারতে এই প্রোডাক্টটা আসেনি।
আইকিয়া আমাদের দেশে অফিশিয়ালি স্টোর খুললেও, ভারতে এই প্রোডাক্টটি এখনো এভেলেবেল নয়। শুধুমাত্র ইউনাইটেড স্টেটস এর বাসিন্দাদের ক্ষেত্রেই এই প্রোডাক্টটি অফিশিয়াল IKEA অনলাইন স্টোর থেকে কেনা যাবে।