লঞ্চ হয়ে গেল অবাক করা স্পেসিফিকেশনস সম্পন্ন HP Victus D এবং Victus E Gaming Laptops, জেনেনিন দাম এবং ফিচার্স

HP Victus ShresthoTech

ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল HP Victus D এবং Victus E গেমিং ল্যাপটপ। গেমারদের ক্ষেত্রে যা খুবই আনন্দের একটি খবর। চলুন জেনে নেওয়া যাক HP Victus Gaming ল্যাপটপ কেমন আর কেমন স্পেসিফিকেশনস রয়েছে।  

HP Victus D স্পেসিফিকেশনস

সর্বপ্রথম আমরা HP Victus D ফিচার্স সমন্ধে জানবো। এটিতে আপনি পেয়ে যাবেন 16-inch FHD Display এবং 144Hz Refresh Rate। একই সাথে পাবেন 300 nits Brightness। এটি Windows 10 OS দ্বারা পরিচালিত। একই সঙ্গে Windows 11 আপডেট দ্রুত ইনক্লুড হবে বলে জানা যাচ্ছে। এটিতে রয়েছে 11th Generation Intel Core i7-11800H অথবা Core i5-11300H Processor এই দুটির অপশন।

এরই সাথে রয়েছে Nvidia GeForce RTX 3060 6BGB Graphics Card।  উপস্থিত থাকবে 16GB DDR4 RAM, এরই পাশাপাশি এটি 32GB DDR4 RAM সাপোর্ট যোগ্য এবং 512GB PCIe Gen4 NVMe M.2 SSD Storage এটিতে বিদ্যমান। 

প্রোডাক্টটির দাম শুরু হচ্ছে 74,999 টাকা থেকে। শুধুমাত্র Blue কালার ভেরিয়েন্ট এটি আপনি পেয়ে যাবেন। Reliance Digital প্ল্যাটফর্মের মাধ্যমে Online এবং Offline Store কয়েক সপ্তাহ পর থেকেই এটি ক্রয় করা যাবে। 

HP Victus E স্পেসিফিকেশনস

এবার আমরা জেনে নেবো HP Victus E সম্বন্ধে। এটির মধ্যেও আপনি পেয়ে যাবেন 144Hz Refresh Rate যুক্ত 16-inch FHD Display। একই সাথে Windows 10 OS দ্বারা পরিচালিত। খুব শীঘ্রই এটির মধ্যে Windows 11 আপডেট যথাযথভাবে চালু হবে। 

প্রসেসর হিসাবে এটির মধ্যে রয়েছে AMD Ryzen 7 5800H এবং Ryzen 5 5600H এই দুটির অপশন। একই সাথে GPU হিসাবে উপস্থিত রয়েছে Nvidia GeForce RTX 3060 6GB এবং AMD Radeon RX 5500M এই দুটির অপশন। 

জেনেনিন : 7700mAh ব্যাটারি, 128GB ইন্টারনাল স্টোরেজের সাথে Lenovo Tab P11 লঞ্চ হয়ে গেল, অনলাইন ক্লাস বা মিডিয়া কঞ্জামসনের জন্য দারুন

আগের ল্যাপটপ মতোই এটিতে স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে। এটির দাম শুরু হচ্ছে 64,999 টাকা থেকে। গ্রাহকরা এটি Amazon India মাধ্যমে কিনতে সক্ষম হবেন। এটি আপনি Mic Silver কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন।

একই সাথে উভয় ল্যাপটপের ক্ষেত্রেই ইনক্লুড রয়েছে Cooling ফিচারস। একইসাথে রয়েছে বৃহত্তর Fans যা এই ল্যাপটপ গুলিকে গরম হওয়া থেকে বাঁচাবে। এখানেই শেষ নয় আরও রয়েছে Backlit Gaming Keyboards, Bang & Olufsen Audio System। এছাড়াও রয়েছে উভয় ক্ষেত্রেই রয়েছে 70Wh Battery। তিনটি USB Type-A Port, একটি HDMI 3.2 Gen2 Port, একটি HDMI 2.1 Port, একটি RJ-45 Port, Memory Card Reader এবং সবশেষে 3.5mm Headphone/Microphone Combo jack।

কেমন লাগলো এই ল্যাপটপ দুটি আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।