Aadhar Card হারিয়ে ফেলেছেন? চিন্তা নেই এইভাবে ডাউনলোড করে নিন আপনার হারিয়ে যাওয়া Aadhar Card

Retrive Aadhar Online Bangla Guide Reprint Easily

বর্তমান সময়ে আমাদের দেশে আধার কার্ড (Aadhar Card) ছাড়া কোন কাজ এগিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন। নিঃস্বন্দেহে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তবে অনেকেই এই আধার কার্ড হারিয়ে ফেলেন। চিন্তা নেই নির্দিষ্ট কিছু স্টেপ অবলম্বন করলেই আপনি পেয়ে যেতে পারেন একটি নতুন আধার কার্ড খুব সহজেই। 

কিভাবে অনলাইনে Aadhar Card পাবেন?

আধার কার্ড পুনরুদ্ধার করার প্রক্রিয়াটি খুব কঠিন কিছু নয়। Unique Identification Authority of India (UIDAI) সংস্থা গ্রাহকদের সুবিধার্থে 10-সংখ্যার মোবাইল নম্বর ব্যবহার করে আধার কার্ড পুনরুদ্ধারের জন্য একটি পরিষেবা চালু করেছে। 

যার ফলস্বরূপ আপনি আপনার হারিয়ে যাওয়া কার্ড ফিরে পেতে পারেন। তার জন্য স্টেপ বাই স্টেপ গাইড রইল নীচে-

1। সর্বপ্রথম আপনাকে UIDAI অফিশিয়াল ওয়েবসাইট uidai.gov.in সার্চ করতে হবে।

2। এরপর আপনি নিচের দিকে দেখতে পাবেন ‘Aadhar Services’ সেকশন। 

3। সেখানে ক্লিক করার পর ‘My Aadhar’ অপশন সিলেক্ট করুন। 

4। এখন আপনি ‘Retrieve Lost or Forgotten EID/UID’ অপশনটি বেছে নিন। এবার আপনি দেখতে পারবেন আপনার যাবতীয় তথ্য সেখানে চাওয়া হচ্ছে।

5। এখন নির্দিষ্ট স্থানে আপনার নাম, ইমেইল আইডি এবং রেজিস্টার ফোন নম্বরটি পুট করুন। 

6। তারপর Send OTP’ তে ক্লিক করুন। দেখবেন আপনার মোবাইল নম্বরে একটি ছয় অঙ্কের OTP আসবে। 

7। সেটি নির্দিষ্ট স্থানে লিখুন। এবার আপনি আপনার মোবাইলে UID/EID নম্বর দেখতে পাবেন। 

8। সবশেষে e-Aadhar ডাউনলোড করতে UID/WID টি নম্বর ব্যবহার করুন।

কিভাবে নতুন আধার কার্ড পাবেন?

আগে তো জানা গেল কিভাবে আপনি e-Aadhar ডাউনলোড করবেন। এবার আমরা জেনে নেব কিভাবে আমরা একটি অরিজিনাল আধার কার্ড পাবো। 

1। এর জন্য আপনাকে সর্বপ্রথম UIDAI অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 

2। সেখান থেকে ‘Order Aadhar Reprint’ টি বেছে নিতে হবে।

জেনেনিন : সাবধান! মোবাইলে ব্যাংকিং সম্পর্কিত কাজ করলে অবশ্যই জেনেনিন, আপনার কষ্টার্জিত টাকা বাঁচান

3। এখন আপনি Aadhar Number (UID), Enrollment ID (EID), Virtual ID (VID) এই তিনটি অপশন দেখতে পাবেন এবং এখান থেকে যে কোন একটি সিলেক্ট করে নিন। 

4। এরপর ‘Terms & Conditions’ ট্যাপ করার পর Submit অপশনে ক্লিক করুন।

5। এবার আপনি আপনার মোবাইল নম্বরটি ইনপুট করুন। সেখান থেকে আপনার Aadhar Number অথবা Virtual ID (VID) Number পুট করুন এবং Request OTP অপশনে ক্লিক করুন। 

6। এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেটি নির্দিষ্ট স্থানে পুট করে দিন।

7। এখন আপনি Make Payment দেখতে পাবেন। এখন আপনি আপনার পেমেন্ট মোড নির্বাচন করে পেমেন্ট করুন। 

8। এরপর Acknowledgment Receipt ডাউনলোড করে নিন। এখন আপনার আধার কার্ডটি প্রিন্টের জন্য নথিভুক্ত হয়ে গেছে এবং খুব শীঘ্রই বাই পোষ্টে আপনার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।