আজকের এই আর্টিকেলে আপনি বেশ কয়েকটি পদ্ধতি সম্পর্কে জানবেন যে পদ্ধতি গুলো অবলম্বন করে আপনি খুব সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড (youtube video download) করতে পারবেন। খুব সহজেই মিউজিক ভিডিওই হোক বা যেকোনো ধরনের ভিডিও হোক যেগুলো ইউটিউবে আপলোড করা রয়েছে সমস্ত ভিডিওই এই পদ্ধতি গুলো অবলম্বন করে YouTube Video Download করতে পারবেন। তাই আপনার মনেও যদি প্রশ্ন আসে কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করবো ( kivabe youtube video download korbo), ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম ( youtube video download korar niyom) বা YouTube Video Download করার উপায় ( youtube video download korar upay)- তাহলে আর চিন্তা নেই।
দৈনন্দিন জীবনে নানান প্রয়োজনে আমরা YouTube ব্যবহার করে থাকি। তা গান শোনার জন্যই হোক বা নতুন কিছু শেখার জন্য বা অবসর সময় কাটানোর জন্য- ইউটিউব এখন আমাদের সর্বসময়ের সাথী হয়ে উঠেছে। আর ইউটিউবে যখন আমাদের কোন Video Download করার প্রয়োজন হয় তখন সেটা করতে আমরা পারি না। কারণ ইউটিউব তাদের প্লাটফর্মের ভিডিও আপনার লোকাল স্টোরেজ ডাউনলোড করা Allow করেনা।
কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন?
ইউটিউব ভিডিও ডাউনলোড ( YouTube Video Download ) করার বেশ কিছু পদ্ধতি আছে। কোনো রকম App ছাড়াই সহজেই ডাউনলোড করার দুটি পদ্ধতি সম্পর্কে আপনাকে জানানো হবে।
প্রথমত, আপনি আপনার পছন্দের ভিডিওর লিংকটি কপি করেনিন। তারপর Google এ গিয়ে সার্চ করুন Youtube Video Downloder। সেখানে অনেক ওয়েবসাইট এসে যাবে যার মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন।
যেকোনো একটি ওয়েবসাইটে চলে যান। সেখানে Paste your link here বলে একটি অপশন দেখতে পাবেন। সেখানে আপনার copy করা লিংকটি পেস্ট করে দিন। তারপর আপনার ভিডিওটি দেখিয়ে দেওয়া হবে। তার নিচে প্রয়োজন অনুযায়ী রেজুলিউসন্স বেছে নিতে পারবেন।
সব শেষে Download অপশনটি সিলেক্ট করে নিন। এই টুকু করলেই আপনার পছন্দের ভিডিও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আলাদা করে কোনো রকম App ব্যবহার করে এই কাজ করতে হবে না আপনাকে।
দ্বিতীয়ত, আপনার পছন্দের ভিডিও টি প্লে করে নিন। তারপর সেই ভিডিওর লিংকটি খেয়াল করুন। লিংকটিতে www. এর পর শুধুমাত্র ss যুক্ত করেদিন। তারপর OK করুন। অর্থাৎ অনন্য কিছু করার প্রয়োজন নেই। শুধু মাত্র www. এর পর দুটি s লিখে নিন। বাকি url যেমন আছে তেমনই থাকতে দিন।
দেখবেন আপনার কাছে savefrom.net সাইট খুলে যাবে এবং আপনি সেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করে নিয়ে খুব সহজেই ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।
অবশ্যই খেয়াল রাখুন, মোবাইল ব্রাউজার থেকে কোন ভিডিও এই পদ্ধতি মেনে যখন আপনি ডাউনলোড করতে যাবেন তখন দেখবেন সেই ভিডিওর ইউআরএল টা শুরু হচ্ছে m. দিয়ে।
জেনে নিন : কিভাবে আপনার Facebook Account সুরক্ষিত রাখবেন? এই পদ্ধতি গুলি অবশ্যই খেয়াল রাখুন
তখন সেই url টা কে এডিট করে m মুছে দিয়ে তার জায়গায় www বসিয়ে দিন। তারপর ডট থাকছেই। ডট এরপর দুটি s দিয়ে দিন। তারপরের url যেমন রয়েছে বাকি url তেমনই থাকতে দিন। তারপর এন্টার প্রেস করে দিন তাহলেই আপনি আগের ডাউনলোড পেজে চলে যাবেন।
YouTube Video Download সম্পর্কে কয়েকটি বিষয় আপনার জেনে নেওয়া প্রয়োজন –
আপনার ইচ্ছা মত YouTube তাদের ভিডিও ডাউনলোড করা Allow করেনা। এর কারণ একটাই, ইউটিউব এর মেইন রিভিনিউ আসে অ্যাডভার্টাইজমেন্ট এর মাধ্যমেই। নির্দিষ্ট কোন ভিডিও চললে সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়। সেই অ্যাডভার্টাইজমেন্ট থেকে যে রেভিনিউ আসে তার একটা পার্সেন্টেজ ক্রিয়েটর কে দেওয়া হয়।
তার সাথে অপর পার্সেন্টেজ ইউটিউব নিজেদের কাছে রেখে দেয়। আপনি যদি অফলাইন ডাউনলোড করে কোন ভিডিও দেখেন তাহলে সেই ভিডিওতে অ্যাডভার্টাইজমেন্ট আসেনা। তাই সে ভিডিও থেকে কোনরকম রেভিনিউ ইউটিউব বা সেই ভিডিও ক্রিয়েটর লাভ করেন না। মূলত সেই জন্যই এই ভিডিও ডাউনলোড করতে আপনাকে দেওয়া হয় না। আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই এই টিপস গুলি ফলো করুন।
কিন্তু খুবই প্রয়োজন হলে বিশেষ পদ্ধতি মেনে আপনি খুব সহজে YouTube থেকে Video Download করতে পারবেন। সেই ভিডিওকে আপনার ফোনের স্টোরেজে সেভ করে রাখতে পারবেন। অন্য কারোর সাথে শেয়ারও করতে পারবেন সেই ভিডিও কে।
জেনে নেওয়া যাক ইউটিউব ভিডিও ডাউনলোড করার বিষয়ে কয়েকটি অত্যাধিক জিজ্ঞাসা করা প্রশ্ন-
উপরের যে পদ্ধতি দুটি সম্পর্কে আপনাকে জানানো হল এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি খুব সহজেই আপনার স্মার্টফোন অথবা ল্যাপটপে ইউটিউব ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন। সেই ভিডিও আপনি খুব সহজেই শেয়ার করতে পারবেন যেকোনো কারোর সাথেই।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।