প্রত্যেক বছর এপ্রিল মাসের 22 তারিখ World Earth Day হিসেবে পালন করা হয়। আর এই দিন উপলক্ষে নতুন স্টিকার প্যাক (Sticker Pack) নিয়ে চলে এলো হোয়াটসঅ্যাপ (WhatsApp)। স্টিকার প্যাকের নাম তারা দিয়েছে Stand Up for Earth।
এর আগেও আমরা দেখেছিলাম রমজান মাস উপলক্ষে হোয়াটসঅ্যাপ ইন্টারেস্টিং এক স্টিকার প্যাক ইন্ট্রোডিউস করেছিল তার ইউজারদের জন্য। এবার এই ওয়ার্ল্ড আর্থ ডে উপলক্ষে বর্তমান প্রকৃতির অবস্থা সম্পর্কে সকলকে জানাতে। তারই সাথে প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা জাগিয়ে তুলতে হোয়াটসঅ্যাপের এই নতুন উদ্যোগ।
কিভাবে Stand Up for Earth হোয়াটসঅ্যাপ স্টিকার ব্যবহার করবেন?
হোয়াটসঅ্যাপের নতুন Stand Up for Earth স্টিকার ব্যবহার করার জন্য প্রথমেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন টিকে লেটেস্ট ভার্সনে আপডেট (Update) করে নিন।
আপডেট করে নেওয়ার পর যেকোনো একটি চ্যাট ওপেন করুন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন থেকে। তার মধ্যে গিয়ে নিচের দিকে ইমোজি আইকনে ক্লিক করে স্টিকার আইকনে ক্লিক করুন।
স্টিকার আইকনে ক্লিক করলেই স্টিকার গুলির উপরে ডানদিকে একটা প্লাস (+) আইকন দেখতে পাবেন। প্লাস আইকনটিতে ক্লিক করলে প্রথমেই ওয়ার্ল্ড আর্থ ডে (World Earth Day) উপলক্ষে স্টিকার প্যাকটি দেখিয়ে দেওয়া হবে।
তার পাশেই থাকবে ডাউনলোড (Download) আইকন। যেখানে ক্লিক করে আপনি সেই প্যাকটি আপনার ব্যবহারের জন্য ডাউনলোড করে নিতে পারবেন। পরবর্তীকালে যখন সেই স্টিকার্স কাউকে পাঠাবেন। তখন যাকে পাঠাবেন তার চ্যাট ওপেন করে নিন প্রথমে।
জেনে নিন : Google Maps এর জন্য ভুল মহিলাকে বিয়ে করে ফেলছিলেন ইন্দোনেশিয়ার বর, হাসির রোল নেটদুনিয়ায়
ওপেন করে নেওয়ার পর ঠিক একইভাবে স্টিকার অপশনে চলে যান। সেখানে গিয়ে আপনাকে Stand Up for Earth স্টিকার প্যাক দেখিয়ে দেওয়া হবে। যেখান থেকে আপনার প্রয়োজন মত বা পছন্দমত স্টিকার বেছে নিন। আর আপনার প্রিয়জনকে সেই স্টিকার পাঠিয়ে আপনার মনের ভাব প্রকাশ করতে থাকুন। তারই সাথে তাদের সচেতন করতে থাকুন বর্তমান প্রকৃতির অবস্থা সম্পর্কে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই WhatsApp Sticker প্যাক টিকে তৈরি করেছেন Juan Molinet। তিনি একজন আর্জেন্টিনার বাসিন্দা। এর এই নতুন স্টিকার্স প্যাক কেমন লাগলো আপনার সেটা অবশ্যই জানাবেন। নিঃস্বন্দেহে WhatsAoo এর এই উদ্যোগ অসাধারন।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।