প্যান কার্ড হারিয়ে গেছে? এখুনি ডাউনলোড করে নিন e-PAN স্মার্টফোন থেকেই, হারিয়ে গেলেও সমস্যা থেকে মুক্তি

বর্তমান সময়ে প্যান কার্ড(PAN Card) এক অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমাদের কাছে। যার সাহায্যে বিভিন্ন কার্য সম্পাদন করা হয়ে থাকে। ইনকাম ট্যাক্স রিটার্ন থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় প্রপার্টি কেনা। এই ধরনের নানান কাজে এখন PAN Card লাগবেই। এমনকি ব্যাংক একাউন্ট খুলতে গেলও প্যান কার্ড এর প্রয়োজন হয়। 

এই রকম পরিস্থিতিতে অনেকেই PAN Card হারিয়ে ফেলে বিপদে পড়েন। আপনিও যদি আপনার প্যান কার্ড হারিয়ে ফেলেন তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে খুব সহজেই ই প্যান কার্ড ডাউনলোড (Download ePAN Card) করার অপশন দেওয়া রয়েছে। যার সাহায্যে খুব সহজেই আপনি আপনার প্যান কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আজকের আর্টিকেলে এই ই-প্যানকার্ড ডাউনলোড এর পদ্ধতি সম্পর্কেই বলব আপনাকে।

কিভাবে ই-প্যান কার্ড ডাউনলোড করবেন?

এটা ডাউনলোড করার জন্য প্রথমেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটা নির্দিষ্ট ওয়েবসাইট আপনাকে যেতে হবে। https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html -এই লিঙ্কটাতে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে যান। এই ওয়েবসাইটের মধ্যেই ই-প্যান ডাউনলোড করার সমস্ত অপশন আপনি পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে দিন।

তারপরে আপনাকে আপনার 10 ডিজিটের PAN নাম্বার ও Aadhar No টাইপ করতে বলা হবে। আর তার পরে আপনাকে আপনার জন্ম তারিখ সঠিকভাবে টাইপ করতে বলা হবে। এরপর আপনাকে টার্মস অ্যন্ড কন্ডিশনস যেগুলো রয়েছে সেগুলো কে একসেপ্ট করতে হবে। তাহলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি (OTP) চলে যাবে। এইটাকে সঠিকভাবে টাইপ করুন এবং কনফার্ম বাটনে প্রেস করে দিন।

জেনেনিন : ক্রিপ্টোকারেন্সি কি? ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে কোটিপতি? জেনেনিন খুঁটিনাটি

এরপরে ডাউনলোড করার জন্য নির্দিষ্ট পেমেন্ট আপনাকে করে দিতে হবে। আপনি করতে পারবেন ইউপিআই এর মাধ্যমে, Credit Card, Debit Card বা নেট ব্যাংকিং এর মাধ্যমেও। আপনাকে পেমেন্ট করতে হবে 8.26 টাকা। এই পেমেন্ট কনফার্ম হয়ে গেলেই আপনাকে ই-প্যান ডাউনলোড করার অপশন দিয়ে দেওয়া হবে।

এটা একটা পিডিএফ আকারে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তবে চিন্তার কিছু নেই এই পিডিএফ এর সিকিউরিটির জন্য পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে। যেখানে বাইডিফল্ট আপনার ডেট অব বার্থ পাসওয়ার্ড হিসেবে দেওয়া থাকে। তবে এই পাসওয়ার্ড সম্পর্কিত সমস্ত ইনস্ট্রাকশন আপনাকে জানিয়ে দেওয়া হবে সেখানেই। এবার আপনি আপনার e-PAN Card সবসময় ক্যারি করতে পারবেন।

কোন সময় অসাবধানতায় যদি আপনার প্যান কার্ড(PAN Card) হারিয়ে যায় তাহলে আপনাকে আর অসুবিধায় পড়তে হবে না। নিঃসন্দেহে দারুন সুবিধাজনক ব্যাপার এটা। অবশ্যই আর্টিকেল টিকে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে। আর তাদেরও এই বিষয়টা জানিয়ে দিন। 

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!