SBI ATM কার্ড হারিয়ে গেলে এইভাবে সহজেই Deactivate করুন, অবশ্যই জেনেনিন

SBI ATM ShresthoTech

ATM কার্ড এখন আমরা সকলেই ব্যবহার করি এবং আমাদের অত্যাধিক প্রয়োজনেও লাগে। তবে মাঝে মাঝে এটিএম কার্ড হারিয়ে গেলে বিপদে পড়তে হয় আমাদের। সেক্ষেত্রে চটজলদি সেই কার্ড কে ব্লক করে দেওয়ার প্রয়োজন হয়।

আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-র কাস্টমার হয়ে থাকেন তাহলে আজকে আপনি জেনে যাবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম কার্ড ব্লক করার দুটো সবথেকে সহজ পদ্ধতি সম্পর্কে। অবশ্যই পদ্ধতি গুলো জেনে রাখুন। প্রয়োজনে খুবই কাজে দেবে এই পদ্ধতি গুলো। 

SBI ATM কার্ড হারিয়ে গেলে এইভাবে সহজেই Deactivate করুন

প্রথমে যে পদ্ধতিতে এ ব্যাপারে বলব তা হচ্ছে এসএমএসের মাধ্যমে SBI ATM কার্ড কে Deactivate করা। মাত্র একটি SMS-এই নিস্ক্রিয় করতে পারবেন আপনার হারানো SBI Debit Card। 

নিস্ক্রিয় করতে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে SMS করুন BLOCK XXXX (XXXX- আপনার Debit Card -র শেষ চারটি নাম্বার) আর পাঠিয়ে দিন 567676 এই নাম্বারে। 

নিস্ক্রিয় হওয়ার সাথে সাথেই আপনি একটি Confirmation SMS পাবেন ও সাথে Ticket Number, তারিখ এবং সময় উল্লিখিত থাকবে। যেখান থেকে পরবর্তী আপডেটের বিষয়ে SBI অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবেন। খুব দ্রুত কাজ হয়ে যায় এই পদ্ধতিতে। 

জেনেনিন : YONO SBI ব্যবহার করেন? এখুনি জেনে নিন এই নতুন নির্দেশিকা, খুব সুবিধা হবে সবারই

এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় পদ্ধতির ব্যাপারে। হারিয়ে যাওয়া SBI DEBIT কার্ড -র দ্রুত ব্লক করার জন্য আপনি ব্যবহার করতেই পারেন YONO APP। State Bank Of India-র নিজস্ব আ্যপ YONO-থেকে কার্ডটি নিস্ক্রিয় করতে App টিতে লগইন (Login) করুন

তারপর Service Request এ ট্যাপ করুন। তারপর ATM/DEBIT CARD অপশনটি বেছে নিন। তারপর আপনার Internet Banking এর Profile Password টাইপ করুন। আর শেষে বেছে নিন Block Card অপশনটিকে। 

পরবর্তিতে মেনু-র নীচের দিকে আপনার Account number টি Select করে BLOCK করুন। এখান থেকে Permanently অথবা Temporarily Block -ভাবে ও BLOCK করতে পারবেন। এখন আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল-এ OTP পাঠানো হবে। সেটি ঠিকঠাক ভাবে পুট করে আপনি প্রক্রিয়াটি SUBMIT করতে পারবেন।

এই দুটি সহজ পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার হারিয়ে যাওয়া ATM কার্ড ব্লক করতে পারবেন খুব সহজেই। আর আপনার কষ্টার্জিত টাকা রক্ষা করতে পারবেন।