বিভিন্ন টেলিকম সংস্থা তাদের অধিক থেকে অধিকতর ভাবে তাদের ইউজার দের সুবিধা প্রদান করে চলেছে। সম্প্রতি ভারতের বাজারে ব্যাপকভাবে বিরাজমান করে চলেছে Reliance Jio। বলা যেতে পারে এখনো পর্যন্ত অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে টেক্কা দিয়ে সর্বোচ্চ শিখরে জায়গা ধরে রেখেছে Reliance Jio।
অনেক সময় আমাদের ব্যক্তিগত কারন বা বিভিন্ন সমস্যার জন্যে আমাদের Sim কার্ড Block করতে হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে Sim Block হয়ে গেছে। সেটিকে পুনরায় চালু করার জন্য নানান পদ্ধতির সাহায্য নিতে হয়েছে।
আপনি যদি একজন Jio গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনারই জন্য। আজকে আপনাদের জানাবো কিভাবে আপনি আপনার Reliance Jio sim টিকে প্রয়োজনে Block করবেন। অথবা আপনার Sim Block হয়ে গেলে তা পুনরায় কি ভাবে চালু করবেন। চলুন সর্বপ্রথম জেনে নেওয়া যাক কিভাবে Reliance Jio Sim Block করবেন?
কিভাবে Reliance Jio Sim Block করবেন?
প্রথম পদ্ধতির কথা বলতে গেলে বলা যায় আপনি আপনার Jio নম্বর থেকে Jio Customer Care Helpline Number 199 এ কল করুন। তাদের যাবতীয় ইন্সট্রাকশন অনুসরণ করুন। প্রয়োজনে গ্রাহকসেবা কর্মকর্তাকে আপনার পুরো নাম, ইমেইল এড্রেস এবং অন্যান্য তথ্য দিয়ে সাহায্য করুন। যাতে আপনার সিম ব্লক করার ক্ষেত্রে সংস্থা কোনরূপ দ্বিধাবোধ না করে।
এছাড়াও আপনি জিওর আরো একটি Helpline টোল ফ্রি নম্বর 1800 88 99999 তে Call করে বিস্তারিত তথ্য দিয়ে তাদের সাহায্য করতে পারেন।
এছাড়াও আপনি Jio অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার নির্দিষ্ট ইমেইল আইডি এবং আপনার জিও নম্বর দিয়ে আপনার Account সাইন ইন করে নিন।
জেনে নিন : Google Maps এর জন্য ভুল মহিলাকে বিয়ে করে ফেলছিলেন ইন্দোনেশিয়ার বর, হাসির রোল নেটদুনিয়ায়
তারপর setting অপশনটি খুজে নিও এরপর ‘Suspend and Resume’ অপশনটি সিলেক্ট করুন। এরপর আপনি আপনার Sim Card কেন ব্লক করতে চান তার যথাযথ কারণ সেখানে প্রতিস্থাপন করুন। এরপর Suspend Button টিতে ক্লিক করুন। উপরে উল্লেখিত পদ্ধতিগুলি অবলম্বন করলে আপনি খুব সহজেই আপনার Jio Sim ব্লক করতে পারবেন। এবার আপনাকে জানাবো কিভাবে আপনি আপনার Block হয়ে যাওয়া Jio SIM পুনরায় চালু করতে পারবেন!
কিভাবে Block হয়ে যাওয়া Reliance Jio SIM পুনরায় চালু করতে পারবেন?
সর্বপ্রথম আপনি Jio অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার Sim Card যে Mail ID দিয়ে রেজিস্টার আছে সেটি সাইন ইন করুন। এইভাবে আপনার একাউন্ট খুলে নিন।
এরপর Setting অপশনটিকে সিলেক্ট করে নিন তারপর সেখান থেকে Resume অপশন টি ক্লিক করুন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার Jio Sim Card চালু হয়ে গিয়েছে।
এই সেটিংস গুলি আপনাকে নিঃস্বন্দেহে প্রয়োজনের সময় অনেক সুবিধা প্রদান করবে। তাই আপনি যদি রিলায়েন্স জিওর গ্রাহক হন তাহলে অবশ্যই এই পদ্ধতি গুলি জেনে রাখুন।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।