বর্তমান দিনে প্রায় সকল মানুষই ফেসবুক ব্যবহার করে থাকেন। বিশেষত এই লকডাউনের দিনে আপনার বোরডম কাটানোর অন্যতম সঙ্গী ফেসবুক।
আপনি যদি ফেসবুক ব্যবহার করেন এবং বিভিন্ন জনপ্রিয় পেজ গুলি থেকে পোস্ট শেয়ার করতে ভালোবাসেন । তাহলে অবশ্যই পোস্টটি মন দিয়ে পড়ুন।
ফেসবুকে শুরু হলো নতুন এক জাল চক্র। যখনই আপনি কোন জনপ্রিয় পেজের ( বিশেষ করে আন্তর্জাতিক পেজ গুলি ) পোস্ট শেয়ার করবেন ।
তখনই আপনার ওই শেয়ার করা পোষ্টের কমেন্ট বক্সে হঠাৎ অচেনা এক ব্যক্তি French বা ইতালিয়ান ভাষায় কমেন্ট করবে যে আপনি কিছু আকর্ষণীয় প্রাইজ বা বিরাট অঙ্কের টাকা জিতেছেন।

আগ্রহ বশত আপনি নিশ্চয়ই সেই কমেন্টর দিকে আকৃষ্ট হবেন এবং আপনার তার প্রোফাইলে যেতে ইচ্ছা করবে।
আরও জানুন : হোয়াটসঅ্যাপ শীঘ্রই নিয়ে আসছে এই নতুন ফিচার গুলি !
আপনি ওই ব্যক্তির প্রোফাইলে গিয়ে বিশেষ কিছু দেখতে পাবেন না শুধু দেখতে পাবেন একটা নকল লোগো ।
আর ওই ব্যক্তির একটি মাত্র পোস্ট যেখানে একটা লিংক দেওয়া থাকবে ।
এবং আরো কিছু ফ্রডস্টাররা কমেন্ট করেছে যে তারা কত টাকা পেয়েছে !
আপনি যাই লিংকটিতে টাচ করবেন হঠাৎ করে দেখবেন যে আপনার ব্রাউজারে 6 থেকে 7 টি ট্যাব খুলে গেছে এবং সেখানে আপনার পার্সোনাল ডিটেলস, যেমন ফোন নাম্বার ইমেইল এবং আরো অনেক কিছু গোপন তথ্য চাওয়া হচ্ছে।
ব্যস আপনি যদি একবার এই পারসোনাল ডিটেলস গুলো দিয়ে তাহলে আপনার একাউন্ট হ্যাক করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে পারে হ্যাকাররা।
বা পরবর্তীকালে আরও টাকা চাইতে পারে আপনার কাছ থেকে ।
এর থেকে আরও সাঙ্ঘাতিক রকমের কাণ্ড ঘটে যেতে বেশি সময় লাগবে না ।
শ্রেষ্ঠটেক আপনাদের এই সকল সমস্যা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছে ।
দয়া করে সচেতন থাকুন, সুস্থ থাকুন আর শ্রেষ্ঠ থাকুন !