Google Photos -এ পাওয়া যাবে আরো নতুন এডিটিং ফিচার, কিন্তু তার জন্য দিতে হবে টাকা

সমস্ত অ্যান্ড্রয়েড এবং আইফোনে আছে Google Photos অ্যাপ। কোনরকম এক্সট্রা স্টোরেজ এবং এক্সট্রা চার্জ ছাড়াই এই অ্যাপটি ব্যবহার করার সুবিধা রয়েছে । এবার থেকে এর সাথে যুক্ত হতে চলেছে আরো নতুন কয়েকটি এডিটিং ফিচার। তবে তা পাবার জন্য ইউজারদের করতে হবে Google One Subscription। দিতে হবে এক্সট্রা চার্জ।

যা, আমাদের কাছে বেশ হতাশ করেছে। UK -এর একজন ইউজার ট্যুইট করে জানিয়েছেন, Google Photos – এ Color Pop filter ব্যবহার করতে গেলে তার কাছে Google One Subscription এর মাধ্যমে Unlock করার অপশন আসছে।
যদিও এখনও Google Photos এর এই আপডেটটি এনেবেল হয়নি। তবে Google থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী Google Photos Paywall Feature -এর কথা প্রকাশ্যে এসেছে। নির্দিষ্ট কিছু ইউজাররা থেকে জানা যাচ্ছে তারা Google Photos এর মধ্যে ইতিমধ্যেই Pay Wall লক্ষ্য করেছে !

গুগল ফটোস সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন আমাদের ভিডিওতে !