লঞ্চ হয়ে গেল Google Nest Hub সেকেন্ড জেনারেশন, দেখেনিন স্পেসিফিকেশন্স ও দাম

2019 সালে গুগল (Google)-এর পক্ষ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছিল তাদের গুগল নেস্ট হাব আমাদের দেশেতে। তারপর অনেক বছর পেরিয়ে গেছে। অবশেষে গুগল এর পক্ষ থেকে Google Nest Hub 2nd Generation লঞ্চ করে দেওয়া হল আমাদের দেশে। যদিও এই Google Nest Hub এর সেকেন্ড জেনারেশন সম্পর্কে ঘোষণা করা হয়েছিল গত বছরের মার্চ মাসেই। দুর্দান্ত স্পেসিফিকেশনস রয়েছে গুগলের এই নতুন প্রোডাক্ট এর মধ্যে। চলুন সমস্ত কিছু জেনে নেবো আজকেরে আর্টিকেলে। তারি সাথে দেখে নেওয়া যাবে এর দাম এবং সেল সম্পর্কেও সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

Google Nest Hub সেকেন্ড জেনারেশনের স্পেসিফিকেশন্স ও ফিচারস কেমন রয়েছে?

Google Nest Hub সেকেন্ড জেনারেশনের মধ্যে রয়েছে 7 ইঞ্চির গ্লাস ডিসপ্লে। খুবই সুন্দর ডিজাইনের এই গুগল নেস্ট হাব কে প্রয়োজন হলে আপনি একটা ফটো ফ্রেম হিসাবেও ব্যবহার করতে পারবেন। প্রয়োজন পরলে এটাকে ব্লুটুথ এর সাহায্যে কানেক্ট করে মিউজিক প্লেয়ার হিসাবেও ব্যবহার করতে পারবেন। 

জেনেনিন : মাত্র 6299 টাকায় 5000mAh ব্যাটারি সাথে লঞ্চ হয়ে গেল Tecno POP 5 LTE স্মার্টফোন, এক নজরে দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু

এর মধ্যে রয়েছে একটি ফুল রেঞ্জ স্পিকার। যেটার মধ্যে 43.5mm ড্রাইভারস থাকছে। যা আগের Google Nest Hub-এর তুলনায় 50% বেশি রেসপন্স দেয়। রয়েছে তিনটি ফার ফিল্ড মাইক্রোফোন। খুব সহজে আপনার ভয়েজ পিকআপ করতেও সাহায্য করবে এগুলি। রয়েছে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। যেটা রয়েছে একদমই সামনের দিকে। আপনার ঘরের লাইটিং অনুযায়ী এর ব্রাইটনেস অটোমেটিক এডজাস্ট করতে থাকবে এই Google Nest Hub। 

এর দাম কত রয়েছে এবং কোথা থেকে কিনতে পাওয়া যাবে? 

প্রথমেই বলে রাখি Google Nest Hub সেকেন্ড জেনারেশন কিনতে পাওয়া যাবে Flipkart, TATA Cliq, রিলায়েন্স ডিজিটাল স্টোর থেকে। আজ থেকেই এর বিক্রি শুরু হয়ে গেছে। এবার দেখে নেওয়া যাক এর দাম কত রাখা হয়েছে। এর দাম রাখা হয়েছে 7,999 টাকা। জানা যাচ্ছে খুব শীঘ্রই অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্ম গুলোতেও বিক্রি শুরু হয়ে যাবে এই Google Nest Hub সেকেন্ড জেনারেশনের। কেমন লাগল আপনার এই নতুন প্রোডাক্ট তা আমাদের জানাতে ভুলবেন না। 

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!