শুধুমাত্র ভারতীয় ইউজারদের জন্যই Google Messages-এ চলে এলো দুটো গুরুত্বপূর্ণ ফিচারস, অত্যাধিক সুবিধা পাবেন ইউজাররা

Google Messages ShresthoTech

Google Messages অ্যাপ্লিকেশনের মধ্যে দুটো অতিগুরুত্বপূর্ণ ফিচারস ইন্ট্রোডিউস করে দিল গুগল। তবে এই ফিচার দুটি শুধুমাত্র ভারতীয় ইউজারদের জন্যই রোল আউট করে দেওয়া হয়েছে। এর সাহায্যে খুব সহজেই আপনার গুগল মেসেজে আসা মেসেজ গুলোকে অরগানাইজ করে রাখা যাবে। আরেকটির সাহায্যে খুব সহজে OTP যুক্ত SMS ডিলিট করে দেওয়া যাবে। দেখে নেওয়া যাক এই ফিচার দুটি সম্পর্কে বিস্তারিতভাবে।

বেশ কিছু দিন ধরেই আমরা শুনেছিলাম গুগল মেসেজে আসতে চলেছে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচারস। অবশেষে এই ফিচার গুলিকে রোল আউট করে দেওয়া শুরু করেছে গুগল। গুগলের এই দুটো ফিচার এর সাহায্যে অনেক সুবিধা পাবেন ইউজাররা। আমরা প্রায়ই বিভিন্ন ধরনের ম্যাসেজ পাই যার মধ্যে মার্কেটিং টাইপের মেসেজ থেকে শুরু করে, বিভিন্ন পেমেন্ট ট্রানজেকশন অথবা টেলিকম অপারেটরদের মেসেজ আসে।

সমস্ত মেসেজগুলো আমাদের মেসেজ অ্যাপ্লিকেশনকে ভর্তি করে দেয় এবং সেগুলো কে প্রয়োজনে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। এই অসুবিধা দূর করতে গুগল ইন্ট্রোডিউস করে দিল একটা অর্গেনাইজেশন ফিচার। যার সাহায্যে বিভিন্ন ক্যাটেগরিতে আপনার পাওয়া মেসেজ গুলিকে অটোমেটিক ভাগ করে দেবে গুগল। যার মধ্যে পার্সোনাল মেসেজ, ওটিপি থেকে শুরু করে ট্রানজেকশন, সমস্ত রকম ক্যাটাগরি থাকবে। গুগল এই কাজ করতে ব্যবহার করছেন ম্যাশিন লার্নিং টেকনোলজিকে। এই হল প্রথম ফিচার।

এবার দ্বিতীয় যে ফিচার ইন্ট্রোডিউজ করেছে গুগল তার সাহায্যে আপনার ইনবক্স অপ্রাসঙ্গিক বা প্রয়োজনীয় মেসেজে ভর্তি হওয়া থেকে বাঁচাতে পারবেন। আমরা অনেক সময় বিভিন্ন ট্রানজাকশন এর জন্য বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য নানান অ্যাপ্লিকেশনের সাইন ইন করার জন্য আমাদের ফোন নাম্বার ব্যবহার করি। সেই ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আসে নানান ধরনের OTP।

জানেন কি : স্বাধীনতা দিবসের দিন আমরা পেতে চলেছি 5G নেটওয়ার্ক, পওয়া যাচ্ছে এমনই আনন্দের খবর

যেগুলো আমাদের স্মার্টফোনকে ধীরে ধীরে ভর্তি করেই চলে। সেই সমস্যা দূর করতে গুগল নতুন ফিচার লঞ্চ করে দিয়েছে। যার সাহায্যে OTP রিসিভ করার মাত্র 24 ঘন্টা পর আপনি একবারেই সমস্ত OTP ডিলিট করে দিতে পারবেন। এর জন্য আলাদা আলাদা করে OTP যুক্ত মেসেজ গুলো কে খুঁজে বার করতে হবে না আপনাকে। খুব সহজেই নতুন ফিচার এর সাহায্যে মাত্র দুই-একটি ট্যাপেই এই কাজ করে নেওয়ার অপশন দেবে গুগল আপনাকে। 

নিঃসন্দেহে এই দুটো ফিচার প্রচন্ডরকম উপকারে লাগবে ইউজারদের। আর এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েড 8 এবং তার পরবর্তী ভার্সন গুলোতে এই ফিচার উপলব্ধ থাকবে। এই ফিচারগুলো আপনাকে ব্যবহার করতেই হবে এমন কোনো ব্যাপার নয়। আপনি প্রয়োজনে সে গুলোকে সেটিংস থেকে অন বা অফ করতে পারবেন।