Father’s Day উপলক্ষে নতুন Doodle-এর মাধ্যমে Google এর শ্রদ্ধার্ঘ

google fathers day special doodle

বিশ্ব অনেক গুরুত্বপূর্ণ দিনগুলোকে গুগল তাদের হোম পেজে ডুডলের (Doodle) মাধ্যমে সেলিব্রেট করে। নিয়ে আসা হয় নতুন নতুন ডুডল। আজ পিতৃ দিবস (Father’s Day) উপলক্ষে নতুন ডুডল নিয়ে চলে এসেছে গুগল। যার মাধ্যমে শ্রদ্ধা ও সম্মান জানানো হচ্ছে বিশ্বের সকল পিতাদের। 

বিশ্বের সকল পিতাদের শ্রদ্ধা জানাচ্ছে গুগল 

আজকের আপনি গুগলের অফিসিয়াল হোমপেজে গেলেই গুগলের লোগোতে চেঞ্জ দেখতে পেয়ে যাবেন। সেখানে স্টপ মোশন দেখেনো হচ্ছে। সামনে পিতা এবং সন্তানের প্রতিকৃতি রয়েছে। তার সাথেই রয়েছে গুগলের লোগো। তার সাথে ছড়িয়ে আছে ভালবাসার চিহ্ন। গুগলের এই ডুডল তৈরি করেছেন অলিভিয়া হয়েন।

Father’s Day Special Google Doodle, Behind The Scene (Image- Google)

তিনি কিভাবে গুগলের ডুডল তৈরি করেছেন সে সম্পর্কেও শেয়ার করেছে গুগল। শেয়ার করা হয়েছে বিহাইন্ড দ্য সিন। যেখানে আমরা এই ডুডলের রাফ স্কেচিং ও তার সাথে কয়েকটি স্টপ মোসানও দেখতে পারছি। এই গুগল ডুডল এর মাধ্যমে গুগল শ্রদ্ধা জানাচ্ছে বিশ্বের সকল বাবাদের। 

এর আগেও আমরা গুগলের বিভিন্ন রকমের ডুডল দেখেছি। অতিসম্প্রতি উয়েফা ইউরো 2020-এর শুভ আরম্ভ উপলক্ষে গুগল তৈরি করেছিল নতুন ডুডল। 

জেনেনিন : World Music Day উপলক্ষে Sony নিয়ে এল অভাবনীয় ছাড়, মিস করবেন না

তারই সাথে আজকের এই বিশেষ দিনটিকে সেলিব্রেট করার জন্য হোয়াটসঅ্যাপের তরফ থেকেও আনা হয়েছে স্টিকার্স প্যাক। স্টিকার প্যাকটিকে ডাউনলোড করে নিয়ে আপনি আপনার বাবাকে পাঠাতে পারবেন। সেগুলোর মধ্যেও বলা রয়েছে না বলা অনেক কথা। 

সমস্ত কিছু নিয়ে আজকের বিশেষ দিনটিকে যে যার নিজের মতো করে শ্রদ্ধা জানাচ্ছে বিশ্বের তাবড় তাবড় টেক কোম্পানি গুলো।