ভুল বা অনৈতিক সার্চ রেজাল্টের ক্ষেত্রে এবার নোটিফিকেশন দিয়ে সজাগ করে দেবে গুগল, নতুন ইদ্যোগ গুগলের

Google Chrome ShresthoTech

গুগল এক নতুন ফিচার নিয়ে আসছে তাদের গুগল ক্রোম (Google Chrome) ব্রাউজারে। সেখানে আপনি ব্রাউজ করার সময় যদি আনরিলায়েবেল এবং ফলস কিছু ব্রাউজ করেন তাহলে গুগল আপনাকে নোটিফাই করে জানিয়ে দেবে। 

গুগল নোটিফিকেশন দিয়ে সাবধান করে দেবে সার্চ এর ব্যাপারে 

গুগল এখন আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। তাদেরই এক জনপ্রিয় ওয়েব ব্রাউজার হল এই গুগল ক্রোম ব্রাউজার। প্রতিনিয়ত আমরা দেখি গুগল ক্রোমের নানান ধরনের ফিচার নিয়ে আসা হয়। ইউজারদের আরও ভালো এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য।

অতি সম্প্রতি এমনই এক ফিচারের ব্যাপারে জানতে পারা যাচ্ছে। গুগলে যদি কোন বিপদজনক কিছু সার্চ করে থাকি আমরা বা এমন কিছু সার্চ করি যা থেকে আমাদের বিপদের সম্ভাবনা রয়েছে, তাহলে গুগল এর সাহায্যে আমাদের নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে। 

সজাগ করে দেবে ফেক নিউজ এর ব্যাপারেও। যেটা এখনকার সময়ে অনেক বেশি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ট্রেন্ডিং টপিকস গুলোতে, অতিদ্রুত কোনটা ফেক কোনটা আসল খবর তা যাচাই করা সম্ভব হয়ে না উঠলে, গুগল আপনাকে নোটিফিকেশন নিয়ে সচেতন করে দেবে।  

জানেন কি : পেসমেকার ব্যবহার করেন? তাহলে দয়া করে এই Apple প্রোডাক্ট গুলি আপনার থেকে দূরে রাখুন! নতুন নির্দেশিকা জারি করল অ্যাপেল

নিঃসন্দেহে এর ফলে গুগল ক্রোম ব্রাউজার আরো বেশি পরিমাণে মানুষের কাজে লাগবে। তারই সাথে হবে অনেক সিকিউরও। এর আগেও আমরা দেখেছিলাম ফেসবুক-টুইটার তাদের প্ল্যাটফর্মগুলোতে ফেক নিউজ আটকাতে নানান ধরনের প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে।

এমনকি হোয়াটসঅ্যাপ অত্যধিক ফরওয়ার্ড করা মেসেজগুলো কে আলাদা ভাবে ট্যাগ করেও দিচ্ছে। আর এই পরিস্থিতিতে ফেক নিউজ আটকাতে গুগলের এই পদক্ষেপ নিঃসন্দেহে সকল কেই অনেক সুবিধা প্রদান করবে।