এর আগে আমরা দেখেছিলাম গুগল ডুডলে শ্রদ্ধা জানানো হয়েছিল Frank Kamney কে। আজ আমরা দেখছি গুগল হোম পেজ এর লোগো চেঞ্জ করে আনা হয়েছে নতুন এক ডুডল (Doodle)। সেখানে রাখা হয়েছে Shirley Temple এর ছবি। সেলিব্রেট করা হচ্ছে আজকের দিনটিকে তারই নামে।
কে এই Shirley Temple?
Shirley Temple একজন বিখ্যাত আমেরিকান অ্যাক্টর। আর তারই সাথে তিনি সিঙ্গার, ডান্সার এবং একজন ডিপ্লোম্যাটও। 1928 সালে 23 এপ্রিল তার জন্ম হয় ক্যালিফোর্নিয়ার স্যান্টা মনিকা তে। তিন বছর বয়স থেকেই নৃত্যকলার চর্চা শুরু হয়ে যায় তার।
1934 সালে Stand Up and Cheer নামে মিউজিকে পার্টিসিপেট করে তিনি সকলকে হতবাক করে তোলেন। অনেক মুভিতে তিনি দক্ষতার সাথে অভিনয় করেছেন। ডবল ডিজিটে তার বয়স পৌঁছানোর আগেই আমেরিকান সিনেমাতে তিনি অনবদ্য এক অভিনেতা হিসেবে জায়গা করে নেন।
তিনি ছিলেন প্রথম শিশু শিল্পী যিনি একাডেমি অ্যাওয়ার্ড (Acsdemy Award) জিতে নিয়েছিলেন এবং তখন তার বয়স ছিল মাত্র 6 বছর। মাত্র 22 বছর বয়সেই তিনি মুভি ইন্ডাস্ট্রি থেকে অবসর নেন। যদিও তখন তিনি ছিলেন খ্যাতির শীর্ষে।
জেনেনিন : চোখের পলকে হবে Phone Number Verification, WhatsApp নিয়ে আসছে Flash Call
পরবর্তীকালে 1969 সালে ইউনাইটেড নেশনস এ US এর রিপ্রেজেন্টেটিভ হিসাবে তাকে আমন্ত্রণ জানানো হয়। রাজনীতি জিবনেও তিনি প্রকৃতি নিয়ে আন্দোলন করেছেন। তার সাথে মানুষের সেবায় নিমগ্ন রেখেছেন নিজেকে সবসময়ই। 2006 সালে তাঁকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হয়।
তার এই মহৎ কর্মকাণ্ড সারা পৃথিবীর লোক সারা জীবন মনে রাখবে। তাকে শ্রদ্ধা জানিয়ে গুগলের নতুন ডুডল আজকের জন্য।