গুগল বিভিন্ন সময়ে তাদের অফিশিয়াল লোগো কে পরিবর্তন নিয়ে আসে কোন এক বিশেষ ঘটনাকে শ্রদ্ধা জানাতে। আজকে যদি আপনি গুগলের অফিশিয়াল হোম পেজের লোগোটা দেখেন তাহলে সেখানে একজন মহিলার ছবি দেখতে পাবেন। পিছনে লেখা রয়েছে মেডিকেল কলেজ হসপিটাল। গুগলের লোগোর মধ্যে রয়েছে স্টেথোস্কোপের ছোঁয়া। গুগলের আজকের এই খুব সুন্দর ডুডলটি তৈরি করেছেন অদ্রিজা ঘোষ।
Google Doodle-এর মাধ্যমে শ্রদ্ধা জানানো হচ্ছে ভারতের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলী কে
আজকের গুগল ডুডলে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে যাকে সেই মহীয়সী নারী আর কেউ না, কাদম্বিনী গাঙ্গুলী। আজ তাঁর 160 তম জন্মদিন। তিনিই প্রথম ভারতীয় মহিলা ডাক্তার। তাঁর জন্ম 1861 সালে। তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষের ভাগলপুরে। বর্তমানে যেটা বাংলাদেশের মধ্যে রয়েছে।
নারী শিক্ষা তৎকালীন সমাজে একদমই নিম্ন চোখে দেখা হতো। সেই মুহূর্তে তাঁর বাবা তাকে বিদ্যালয় ভর্তি করেন। 1883 সালে তিনি ও চন্দ্রমুখী বসু প্রথম ভারতীয় মহিলা হিসেবে স্নাতক হন। গ্রাজুয়েশনের পরই তাঁর বিবাহ হয় দ্বারকনাথ গাঙ্গুলীর সাথে। তিনিই পরবর্তীকালে তাঁকে ডাক্তারি ডিগ্রী সম্পন্ন করতে অনুপ্রেরণা যুগিয়েছেন। বাধা কম আসেনি এই কর্ম সম্পাদনে।
পরবর্তীকালে তিনি ভর্তি হন কলকাতা মেডিকেল কলেজে এবং সেখান থেকে গ্রাজুয়েট হন 1886 সালে। হয় ইতিহাসের সূচনা। ভারতের প্রথম মহিলা হিসেবে তিনিই ডাক্তারি পাস করেন। পরবর্তীকালে ইউনাইটেড কিংডমে তিনি গাইনেকলজি তে তিনটি ডক্টরাল সার্টিফিকেট লাভ করেন এবং ভারতে ফিরে আসেন 1890 সালে। তারপর নিজেই প্রথম প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন এখানে।
2020 সালে তাঁর নামেই ‘প্রথমা কাদম্বিনী’ টেলিভিশন সিরিজ সূচনা করা হয়। তাঁর কীর্তি আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে সকল ভারতীয়দের মনে। আজ তাঁর 160 তম শুভ জন্মদিন। অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই তাঁকে।
জেনেনিন : স্মার্টফোনের ব্যাটারি লাইফ কিভাবে বাড়াবেন? জেনেনিন গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স
এই গুগল ডুডল তৈরীর জন্য যখন প্রথম অ্যাপ্রচ করা হয় তখন কেমন লেগেছিল? গুগল ডুডল আর্টিস্ট অদ্রিজা ঘোষকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানাতে ভোলেননি এটা তার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত ছিল।
তিনি এমন একজন কে নিয়ে গুগল ডুডল তৈরি করতে যাচ্ছিলেন যিনি তার শহরেরই বাসিন্দা। তার মাতৃভাষা বাংলাতেই কথা বলেছেন। তারই সাথে তৎকালীন সময়ে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন। একজন বাঙালি হিসাবে তার কাছে এটাও অত্যন্ত গর্বের। এমনটাই জানিয়েছেন এই ডুডলের ক্রিয়েটর অদ্রিজা ঘোষ।