আপনার স্কিনের কি সমস্যা বলে দেবে Google এর এই AI Dermatology Assist Tool, আমাদের অনেক সাহায্যে করবে এটি

google ai dermatology assist tool introduced to detect and solve skin problems

সদ্য সদ্য হয়ে গেছে Google I/O ইভেন্ট। আর এই ইভেন্টে খুবই ইন্টারেস্টিং এক খবর শেয়ার করেছে গুগল আমাদের সাথে। তারা নতুন এক AI Tool প্রিভিউ করেছে যার সাহায্যে ঘরে বসেই আমরা জেনে নিতে পারবো আমাদের স্কিনের কোন ধরণের সমস্যা হচ্ছে।এই টুলকে তারা বলছে AI Dermatology Assist Tool। এই টুল ব্যবহার করে ঘরে বসেই আপনার স্কিনের সম্ভাব্য সমস্যা এবং তার সমাধানের উপায় জানা যাবে।

কি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে AI Dermatology Assist টুলে?

গুগলের ইন্ট্রোডিউস করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত এই ডার্মেটোলজি টুলটি খুব সুন্দর ভাবে আপনার স্কিনের সমস্যা বলে দিতে পারবে। এবং আপনাকে তার জন্য শুধুমাত্র আপনার স্মার্টফোন ব্যবহার করলেই চলবে। খুব সহজেই এই টুলের সাহায্যে আপনার স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করেই আপনার স্কিনের যে জায়গাটিতে সমস্যা হচ্ছে সেই জায়গার ফটো ক্লিক করে নিতে পারবেন আপনি।

তারপর হাজার হাজার ছবি অ্যানালিসিস করে ও স্কিনের সমস্যা অ্যানালিসিস করে গুগল আপনাকে জানিয়ে দেবে আপনার স্কিনের সম্ভাব্য সমস্যা কি হতে পারে। এই AI টেকনলজি তৈরি করতে গুগল হাজার হাজার স্কিনের সমস্যা স্টাডি করেছে। এবং এনালাইজ করা হয়েছে তাদের সম্ভাব্য সমাধান। তবেই এই AI টেকনলজি অত্যন্ত দ্রুততার সাথে আপনাকে সমস্যা এবং তার সমাধান বাতলে দিতে সক্ষম হচ্ছে। 

শুধুমাত্র স্কিনের ক্ষেত্রেই নয় চুল এবং নখের ক্ষেত্রেও এই টুল কাজ করবে বলে জানিয়েছে তারা। আরো সঠিকভাবে অ্যানালিসিস করার জন্য আপনার সম্পর্কিত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে এই টুলের মধ্যে। যেমন আপনার স্কিন টাইপ বা কতদিন ধরে এই ধরনের সমস্যা হচ্ছে। এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে আরো নিখুত ভাবে আপনার সমস্যা খোঁজার চেষ্টা করবে এই নতুন AI টুল। 

আপনার স্কিনের নানা সমস্যা বাতলে দেওয়ার সাথে সাথে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ডার্মাটোলজিস্টের রিভিউ করা স্পেশাল এডভাইসও আপনাকে প্রোভাইড করবে এই টুল। এছাড়াও এই বিষয়ক Frequently Asked Questions ও তার উত্তর দেওয়া থাকবে। যেগুলো আপনার স্কিনের সমস্যা বুঝতে আপনাকে অনেকটাই সাহায্য করবে। এবং দ্রুত সমাধানের পথ প্রশ্বস্ত করবে। 

জেনে নিন : ইউটিউবের অসাধারণ কয়েকটি স্বাস্থ্যকর সেটিংস যা আপনার অবশ্যই জানা উচিত 

তবে অবশ্যই খেয়াল রাখুন। গুগল এটাও জানাতে ভোলেননি এই টুল ডাক্তারের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করা তাদের কোনো রকম উদ্দেশ্য নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার সমস্যা সম্পর্কে নিখুঁত তথ্য আপনার সামনে সহজেই তুলে ধরা। এবং পরবর্তীকালে এই তথ্যগুলি যাতে আপনাকে সঠিক ডিসিশন নিতে সাহায্য করে। সেই জন্যই এই টুল তারা নিয়ে আসতে চলেছে। তিন বছর ধরে এ বিষয়ে গবেষণা চালিয়ে গেছে গুগল। তাই এই টুল নিয়ে তারা এতটাই নিশ্চিত। 

তবে কবে এই AI Dermatology Assist Tool অফিশিয়ালি সবার জন্য রিলিজ করে দেওয়া হবে সে বিষয়ে গুগল এখনো বিস্তারিত ভাবে কিছু জানায়নি। নিঃসন্দেহে এটি একটি দারুন পদক্ষেপ। এবং গুগলের এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা থেকে আমরা বুঝতে পারছি AI ব্যবহার করে তার কি রকমের অসাধ্যসাধন করে চলেছে। দেখেনিন Google I/O ইভেন্ট এর কিছু ঝলক-

দেখেনিন Google I/O ইভেন্ট এর কিছু ঝলক…