Gionee লঞ্চ করে দিল Gionee Stylefit GSW7 স্মার্টওয়াচ, দেখেনিন এর স্পেসিফিকেশন্স, প্রাইস, সেল ডেট সমস্ত কিছু

gionee stylefit gsw7 smartwatch launched specifications price sale date

আজকে Gionee তাদের Gionee G-Buddy সিরিজের স্মার্টওয়াচ লঞ্চ করে দিল। যার নাম Gionee Stylefit GSW7 স্মার্টওয়াচ। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টওয়াচের সমস্ত স্পেসিফিকেশনস, দাম, সেল ডেট সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

Gionee Stylefit GSW7 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন্স 

Gionee Stylefit GSW7 স্মার্টওয়াচ টির মধ্যে আপনি পেয়ে যাবেন 1.3 ইঞ্চি TFT LCD ডিসপ্লে। এর ওজন মাত্র 35 গ্রাম। আর এই স্মার্টওয়াচটি IP67 সার্টিফাইড। অর্থাৎ এটি Splash এবং Dust প্রুফ। 

এর মধ্যে আপনি 24 ঘন্টা হার্টবিট মনিটরিংয়ের (Heartbeat Monitoring) সুবিধা পেয়ে যাবেন। সাথে থাকছে SPO2 মনিটরিং সুবিধাও। তার সাথে স্টেপ কাউন্টার, ক্যালরিমিটার ও অটো স্লিপ মনিটর এর মতো গুরুত্বপূর্ণ ফিচারস গুলো পেয়ে যাবেন। স্মার্টওয়াচে অনেক স্পোর্টস মোড রয়েছে। পেয়ে যাবেন ওয়াকিং, সাইক্লিং, রানিং ইত্যাদি এক্টিভিটিস ট্র্যাক করার সুবিধাও। 

জেনেনিন : Oppo তৈরি করতে চলেছে Smart Car? এই কারণে উঠছে প্রশ্ন

এই স্মার্টওয়াচ থেকেই আপনি কল, ইমেইল, টেক্সট ইত্যাদি দেখে নিতে পারবেন। এর মধ্যে রয়েছে ব্লুটুথ 4.0 এর সুবিধা। ব্যাটারির কথা বলতে গেলে এর মধ্যে পাবেন 130mAh এর ব্যাটারি। Gionee ক্লেইম করছে চারদিনের ব্যাটারি লাইফ পেয়ে যাবেন স্মার্টওয়াচ থেকে।

আর আপনার মনে যদি প্রশ্ন আছে কতক্ষন এই ব্যাটারি ফুল চার্জ দিতে সময় লাগে। তাহলে আপনাকে জানিয়ে দিই। এই ব্যাটারি ফুল চার্জ দিতে সময় লাগে 2 ঘন্টা মত। 

Gionee Stylefit GSW7 স্মার্টওয়াচ এর দাম 

এই স্মার্টওয়াচ এর দাম 2,099 টাকা। বিক্রি হবে এক্সক্লুসিভলি ফ্লিপকার্ট (Flipkart) এর মাধ্যমে। এই স্মার্টওয়াচটি বিক্রি শুরু হবে 13 ই জুন থেকে। তবে বর্তমানে ফ্লিপকার্টে দাম দেওয়া রয়েছে 3,999 টাকা।