খুব শীঘ্রই আসতে চলেছে Gionee-র বেশকিছু Smartwatchs, লিক হয়ে গেল ছবি ও স্পেসিফিকেশন্স

বর্তমানে Gionee কয়েকদিনে G Buddy Lineup এ কয়েকটি Smartwatch লঞ্চ করতে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। খুব শীঘ্রই ভারতের বাজারে 3 টি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে Gionee সংস্থা। বেশকিছু ফিচারস ও ছবিও ইতিমধ্যেই লিক হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন কি স্পেসিফিকেশন হতে চলেছে এই স্মার্ট ওয়াচ গুলির মধ্যে।

G Buddy লাইনআপের স্মার্টওয়াচ গুলি কেমন হতে চলেছে?

জানা গেছে 3 টি স্মার্টওয়াচ এর মধ্যে 2 টি স্মার্টওয়াচে থাকছে Circular Dial সুবিধা। অন্যটিতে থাকছে Rectangular Display। স্মার্ট ওয়াচ গুলির মধ্যে থাকছে Speaker এবং Microphone অর্থাৎ মনে করা হচ্ছে এটিতে থাকতে পারে Call Support এর মত অসাধারণ সুবিধা। 

এছাড়াও জানা গেছে নির্মিত স্পিকারের মাধ্যমে আমরা আমাদের পছন্দমত গান শোনার সুবিধাও পেতে চলেছি। Gionee G Buddy Smartwatches প্রধান লক্ষ্য হলো Health Tracking, Music Controlling এবং Camera Functionality মত অসাধারন ফিচারস গুলিকে ব্যবহারকারীদের কাছে এনে বেশি মাত্রায় সুবিধা প্রদান করা। 

জেনেনিন : এবার Xiaomi লঞ্চ করতে চলেছে MI TV Camera, কেমন হবে সেটি?

এছাড়াও জানা গেছে থাকতে পারে Heart Rate Tracking, SpO2 Monitoring, Menstrual Cycle Tracker, Sleep Monitor মত দুর্দান্ত ফিচারস। এর বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন জানা সম্ভব হলেও Display Size, Software এবং Battery Capacity সম্বন্ধে কোন খবর পাওয়া যায়নি।

Gionee G Buddy smartwatches গুলি কবে আমাদের দেশে লঞ্চ হবে সেটা তখনই জানা সম্ভব হবে যখন সংস্থা এটার ব্যাপারে অফিশিয়াল ভাবে জানাবে।

দাম

জানা গেছে Gionee G Buddy Smartwatch গুলির দাম হতে চলেছে ভারতীয় মুদ্রায় 8,000 টাকার মধ্যেই। এখন দেখার বিষয় কেমন পারফরম্যান্স হতে চলেছে এই স্মার্ট ওয়াচ গুলিতে।