এই বছরেরই ফেব্রুয়ারি মাসে Realme-র তরফ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছিল Realme Narzo 30A স্মার্টফোনটি। আর এই স্মার্টফোনটিই ফ্লিপকার্টে লিমিটেড টাইম অফারে এখন আপনি পেয়ে যাবেন অসম্ভব কম দামে। স্মার্টফোনটি আপনি পেতে পারেন মাত্র টাকা দিয়ে। এবার দেখে নেওয়া যাক কিভাবে স্মার্ট ফোনটি মাত্র টাকা দিয়ে পাওয়া সম্ভব।
কি অফার নিয়ে এসেছে Flipkart?
Realme Narzo 30A, 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের সাথে স্মার্টফোনটি বর্তমানে আপনি পেয়ে যাবেন Flipkart-এ 13% অফ এর সাথে। সে 13% Off দিয়ে তার বর্তমান মূল্য দাঁড়াচ্ছে 9,499 টাকা।
শুধুমাত্র এখানেই শেষ নয়। এর সাথে আরও অফার রয়েছে। রয়েছে এক্সচেঞ্জ অফার (Exchange Offer)। আপনার কাছে যদি পুরনো স্মার্টফোন থাকে। সেই স্মার্টফোন এক্সচেঞ্জ করে আপনি এই Realme Narzo 30A আপনি পেয়ে যেতে পারবেন 8,900 টাকার ডিস্কাউন্টের সাথে। অর্থাৎ এই স্মার্টফোনটিকে তখন আপনি মাত্র 599 টাকা দিয়ে কিনে নিতে পারবেন।
Realme Narzo 30A এর স্পেসিফিকেশনস-
Realme Narzo 30A স্মার্টফোনটি 3GB RAM এবং 32GB ইন্টার্নাল স্টোরেজ। এবং তার সাথে 4GB RAM এবং 64GB ইন্টার্নাল স্টোরেজ এই দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। দুটি ভ্যারিয়েন্টের সাথেই এক্সচেঞ্জ অফার আপনি পেয়ে যাবেন।
জেনে নিন : দাম বাড়ল Moto G40 Fusion স্মার্টফোনটির, দুঃখের খবর মটোরোলা লাভারদের জন্য
লেজার ব্ল্যাক এবং লেজার ব্লু কালার অপশন অ্যাভেলেবল রয়েছে। স্মার্টফোনটিতে পাবেন 16.54cm এর HD+ ডিসপ্লে। পাবেন 6000mAh এর ব্যাটারি। থাকছে Mediatek এর Helio G85 গেমিং প্রসেসর। ক্যামেরার কথা বলতে গেলে স্মার্টফোনে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। সাথে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
নিঃসন্দেহে এক্সচেঞ্জ অফার সুযোগ নিয়ে এই স্মার্টফোনটি অত্যন্ত কম দামে আপনি পেয়ে যাবেন। আর এই অফার লিমিটেড টাইম এর জন্য। অবশ্যই এই অফারটি বিবেচনা করে দেখতে পারেন।