ইতিমধ্যেই আরও একবার Flipkart এ শুরু হয়ে গেছে Poco Days। এই সেলে আপনি POCO বিভিন্ন Smartphones এর উপর পেয়ে যাবেন অসাধারণ ডিসকাউন্ট। চলুন দেখে নেওয়া যাক কোন কোন POCO ফোনের উপর রয়েছে এই অসাধারণ ডিসকাউন্ট।
POCO M2 Pro
এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.67-inch FHD+Display। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন Qualcomm Snapdragon 720G প্রসেসর। স্মার্টফোনটির ক্যামেরার কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন (48MP+8MP+5MP+2MP) সেটআপ এ কোয়াড ক্যামেরা। একই সাথে পাবেন 16MP সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 5000mAh এর অসাধারণ ব্যাটারি ব্যাকআপ। POCO M2 Pro 5G (6GB+128GB) ভারতীয় মুদ্রায় দাম রাখা হয়েছে 19,999 টাকা কিন্তু এখন আপনি 30% ডিস্কাউন্টে। এটি Flipkart এ পেয়ে যাবেন 13,999 টাকায়।
POCO M3
এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.53-inch FHD+Display। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন Qualcomm Snapdragon 662G প্রসেসর। স্মার্টফোনটির ক্যামেরার কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন (48MP+2MP+2MP) সেটআপ এ কোয়াড ক্যামেরা। একই সাথে পাবেন 8MP সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 6000mAh এর অসাধারণ ব্যাটারি ব্যাকআপ। POCO M3 (6GB+128GB) ভারতীয় মুদ্রায় দাম 12,999 টাকা কিন্তু এখন আপনি 19% ডিস্কাউন্টে পাবেন। এটি Flipkart এ পেয়ে যাবেন 10,499 টাকায়।
POCO X3 Pro
Poco X3 Pro স্মার্টফোনটিতে রয়েছে 1080×2400 পিক্সেলস সম্পন্ন 6.7 ইঞ্চির অসাধারণ FHD+ Smart Display। একই সাথে এটিতে রয়েছে Qualcomm Snapdragon 860 প্রসেসর। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে রয়েছে 48 MP এর প্রাইমারি ক্যামেরা, 8 MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2 MP ম্যাক্রো লেন্স এবং 2 MP ডেপথ সেন্সর। এর সাথে এটিতে রয়েছে 20 MP সেলফি ক্যামেরা।
জেনে নিন : Battlegrounds Mobile India থাকছে UAZ ভেহিক্যাল, নতুন টিজারে পাওয়া গেল প্রমান
Poco X3 pro স্মার্টফোনটিতে রয়েছে 5160 mAh এর অসাধারণ ব্যাটারি। এরই সাথে রয়েছে 33 W এর টাইপ C ফাস্ট চার্জিং এর সুবিধা। Poco X3 pro স্মার্টফোনটি আপনি পেয়ে যাবেন দুটি ভেরিয়েন্ট যেখানে Flipkart এর তরফ থেকে (6GB+128GB) পাবেন 20% ছাড়ে অর্থাৎ 18,999 টাকায় এবং (8GB+128GB) 19% ছাড়ে অর্থাৎ পেয়ে যাবেন 20,999 টাকাতে।
POCO X2
এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.67-inch FHD+Display। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন Qualcomm Snapdragon 730G প্রসেসর। স্মার্টফোনটিতে রয়েছে (64MP+8MP+2MP+2MP) সেটআপ এ কোয়াড ক্যামেরা এবং পাবেন 8MP সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 4500mAh এর ব্যাটারি। POCO X2 (6GB+64GB) রাখা হয়েছে 18,999টাকা কিন্তু এখন আপনি 21% ডিস্কাউন্টে। এটি Flipkart এ পেয়ে যাবেন 14,999 টাকায়।
এছাড়াও রয়েছে POCO অসাধারণ সমস্ত স্মার্টফোন। Flipkart Axis Bank credit card এর ওপর পাবেন 5% অতিরিক্ত ছাড়। Offer টি চলবে 4th-8th JUNE পর্যন্ত। আপনি যদি এর মধ্যে কোনো স্মার্টফোন কিনতে চান তাহলে আর দেরি না করে এখুনি Flipkart ভিসিট করুন।