শুরু হয়ে গেল Flipkart-এর Back to College Days Sale, এই সমস্ত প্রোডাক্টসের উপর পাবেন হিউজ ডিসকাউন্ট

ফ্লিপকার্ট তাদের কাস্টমারদের জন্য নতুন নতুন অফার নিয়ে আসে প্রায়ই। এই বিষয়ে আগেও আমরা অনেকবার জানিয়েছি। দেওয়া হয়েছে নানান প্রোডাক্টসের খোঁজও। এবার ফ্লিপকার্টে শুরু হয়ে গেল Back to College Gadgets Carnival। যেখানে বিভিন্ন গেজেটের উপর পাওয়া যাবে 80% পর্যন্ত ডিসকাউন্ট। আমরা চলুন দেখে নেওয়া যাক এই অফার সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে। দেখে নেব কোন কোন প্রোডাক্টসে হিউজ ডিসকাউন্ট চলছে। 

Flipkart-এ শুরু হয়ে গেছে Back তো College Days সেল

Flipkart-এর এই Back to College Days সেলে বিভিন্ন গেজেটের উপর পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট। পাওয়া যাবে ল্যাপটপ, গেমিং মনিটর, ইউপিএস, ব্লুটুথ হেডফোন, ট্যাবলেট, SSD-র উপর অসাধারণ ডিসকাউন্ট। ব্লুটুথ হেডফোনের উপর পাওয়া যাচ্ছে 60% পর্যন্ত অফার। এডুকেশনাল ট্যাবলেটের উপর পাওয়া যাচ্ছে 45% পর্যন্ত অফ। 

এরপর স্টাডি এসেন্সিয়ালস ক্যাটাগরির মধ্যে রয়েছে অ্যাক্টিভ নইসে ক্যান্সলেশন হেডফোনস। যেগুলোতে পাওয়া যাবে 40% পর্যন্ত ডিসকাউন্ট। ল্যাপটপের কীবোর্ডস শুরু হচ্ছে মাত্র 329 টাকা থেকে। প্রিন্টারের দাম শুরু হচ্ছে 2199 টাকা থেকে। পাবেন boAT, Realme ইত্যাদি কোম্পানি গুলোর Wireless Earbuds অনেক কম দামে। 

জানেন কি : কিভাবে Covid-19 Vaccine Certificate-এ থাকা ভুল সংশোধন করবেন? এল এই অতি প্রয়োজনীয় সুবিধা

শুধু এখানেই থেমে থাকছে না। নানা ধরণের অডিও প্রোডাক্টসে রয়েছে হিউজ ডিসকাউন্ট। JBL Speaker পাবেন 60% পর্যন্ত ডিস্কাউন্টে। পাবেন LG, SONY-র মতো ব্রান্ডের ব্লুটুথ স্পিকার এর উপর 70% পর্যন্ত অফ। রয়েছে প্রজেক্টর, স্পিকার গেমিং ল্যাপটপ সমস্ত কিছুর উপর অসাধারণ ডিসকাউন্ট। 

এছাড়াও আপনার কাছে যদি HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থাকে তাহলে পেয়ে যাবেন 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। রয়েছে নয় মাস পর্যন্ত No Cost EMI এর সুবিধা। পাবেন বিশেষ বিশেষ প্রোডাক্টসের ক্ষেত্রে এক্সচেঞ্জ অফার ও আরও নানান সুবিধা। 

কতদিন চলবে এই সেল? 

Flipkart-এর এই সেল শুরু হয়েছে আজ থেকেই। অর্থাৎ 21 তারিখ থেকেই। চলবে 24 তারিখ পর্যন্ত। তাই এর মধ্যে যদি কোন ইলেকট্রনিক প্রোডাক্ট নেওয়ার কথা ভাবছিলেন অবশ্যই এই সুযোগের সদ ব্যবহার করতে পারেন।