শুরু হয়ে গেল Flipkart Super Saver Days সেল, জেনেনিন কেমন অফার থাকবে

সম্প্রতি আরও একবার Flipkart-এ শুরু হতে চলেছে “Super Saver Days”। যেখানে আপনি পাবেন Nutrition & Healthcare, Personal Care, Makeup Essential, Baby Care, Fashion Favourites বিভিন্ন প্রোডাক্ট এর উপর অসাধারণ ছাড়।

শুরু হয়ে গেল Flipkart Super Saver Days সেল

চলুন দেখা যাক বিস্তারিত-

Mamypoko Pants Extra Absorb Diapers

এটি Elastic Wristband টাইপ এর Baby Pampers। 7-12 kg ওজনের শিশুদেরদের ক্ষেত্রে এটি ব্যবহার যোগ্য। M সাইজ যুক্ত এটির ওজন মাত্র 28 গ্রাম। Maximum Shelf life আপনি পেয়ে যাবেন 36 মাস। এর 36 পিস Diapers এর দাম 499 টাকা কিন্তু বর্তমানে আপনি এটি পেয়ে যাবেন 33 শতাংশ ছাড় অর্থাৎ আপনাকে দিতে হবে 331 টাকা। একই সাথে প্রথম অর্ডার করার ক্ষেত্রে থাকছে ফ্রী ডেলিভারির সুবিধা। 

জানেন কি : ছিল গাড়ি হয়ে গেল এরোপ্লেন, কল্পবিজ্ঞানের উড়ন্ত গাড়ি এখন সত্যি, AirCar কমপ্লিট করে ফেলল তার প্রথম টেস্ট ফ্লাইট

FIREFLY HUB Digital Kitchen Weighing Machine

এটি একটি Electronic Weight Scale। এটিতে রয়েছে LCD Display। আপনি গ্রাম এবং কিলোগ্রামের মাধ্যমে যেকোনো দ্রব্যাদি মেপে নিতে সক্ষম হবেন। এটি নির্মিত হয়েছে প্লাস্টিক মেট্রিয়াল দিয়ে। এছাড়াও এটির মাধ্যমে আপনি সর্বোচ্চ 10 কিলোগ্রাম ওজন মাপতে পারবেন। বর্তমানে এটি আপনি 57 শতাংশ ছাড়ে পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে দিতে হবে এটির জন্য 295 টাকা। এছাড়াও Flipkart Axis Bank Credit Card এ পাবেন 5% ছাড়।

MILTON Thermosteel Flip lid Flask

এটি একটি 500 ml এর Flask। এটি নির্মিত হয়েছে স্টিল এবং কপার এর মাধ্যমে। এটিতে রয়েছে Double Insulated Wall। একই সঙ্গে থাকছে 1 বছরের Manufacturer Warranty। এটির দাম 735 টাকা কিন্তু বর্তমানে আপনি 28% ছাড়ে পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে দিতে হবে 529 টাকা। 

GESTURE Watches

এই Wrist Watch টিতে আপনি পেয়ে যাবেন Analog Display। এটির Strap Material এর ব্যাপারে বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন Synthetic Leather Strap। যে কোন অনুষ্ঠানে এটি আপনি নির্ভাবনায় পরতে পারবেন। এছাড়াও রয়েছে 6 Months ডোমেস্টিক ওয়ারেন্টি। এটা আপনি পেয়ে যাবেন 84 শতাংশ ছাড়ে অর্থাৎ আপনাকে দিতে হবে মাত্র 474 টাকা।

সেল কতদিন চলবে?

এই অফারটি শুরু হয়ে গেছে আজ থেকেই। চলবে 3rd June অবধি।