Flipkart-এ শুরু হয়ে গেছে Flagship Fest, জেনেনিন কোনকোন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে পাবেন হতবাক করা অফার?

get huge discounts on flagship smartphones on flipkart flagship fest sale

অসাধারণ সমস্ত অফার আমরা Flipkart এ উপভোগ করে চলেছি। দিনের পর দিন Flipkart এর ব্যবহার বেড়েই চলেছে। ইতিমধ্যে Flipkart চলছে Flagship Fest সেল। যেখানে আপনি বিভিন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ওপর পেয়ে যাবেন অসাধারণ ডিসকাউন্ট।চলুন জেনে নেওয়া যাক কোন কোন প্রোডাক্ট এর উপর রয়েছে এই অসাধারণ ছাড়!

কোনকোন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে পাবেন হতবাক করা অফার?

কোন কোন প্রোডাক্ট এর উপর রয়েছে এই অসাধারণ ছাড়?

iPhone 11

Apple এর এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 1792×828 pixels সম্পন্ন 6.1 ইঞ্চি যুক্ত Liquid Retina HD Display। এটিতে রয়েছে A12 Bionic chip।  একই সাথে এটিতে আপনি পেয়ে যাবেন 12MP+12MP সেটআপ ব্যাক ক্যামেরা এবং 12 MP সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 64GB ROM। এটির দাম 54,900 টাকা কিন্তু বর্তমানে এটি আপনি 8% ছাড় এ পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে দিতে হবে 49,999 টাকা।

Vivo V21 5G

এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.44 ইঞ্চি যুক্ত FULL HD+AMOLED Display। এছাড়াও পাবেন Media Tek Dimensity 800U Processor। এটিতে আপনি পেয়ে যাবেন 64MP+8MP+2MP সেটাআপ এ ট্রিপল ক্যামেরা এবং 44 MP সেলফি ক্যামেরা। একই সাথে এটিতে রয়েছে 4000 mAh ব্যাটারি। এর 8GB+128GB দাম 32,900 কিন্তু বর্তমানে আপনি এটি পেয়ে যাবেন 29,990 টাকায়।

Samsung Galaxy F62

এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.7 inch যুক্ত FULL HD+Display। এছাড়াও পাবেন Exynos 9825 Processor। এটিতে আপনি পেয়ে যাবেন 64MP+12MP+5MP+5MP সেটাআপ এ কোয়াড ক্যামেরা এবং 32 MP ফ্রন্ট ক্যামেরা। একই সাথে এটিতে রয়েছে 7000 mAh ব্যাটারি। এর 6GB+128GB দাম 29,999 কিন্তু বর্তমানে আপনি এটি পেয়ে যাবেন 23,999 টাকায় অর্থাৎ পেয়ে যাচ্ছেন পুরো 20% ছাড়।

MOTOROLA RAZR 5G

এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.2 inch যুক্ত HD+ Display। এছাড়াও পাবেন Qualcomm Snapdragon 765G Processor। এটিতে আপনি পেয়ে যাবেন 48 MP Back এবং 20 MP ফ্রন্ট ক্যামেরা। একই সাথে এটিতে রয়েছে 2800 mAh ব্যাটারি। 8GB+128GB এর দাম 1,49,999 টাকা কিন্তু বর্তমানে আপনি এটি পেয়ে যাবেন 89,999 টাকায়! অর্থাৎ পেয়ে যাচ্ছেন পুরো 40% ছাড়।  এটি একটি অসাধারণ Discount।

OPPO F19 Pro

এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.43 inch যুক্ত FULL HD+ Display। এছাড়াও পাবেন Media Tek Helio P95 (MT6779V) Processor। এটিতে আপনি পেয়ে যাবেন 48MP+8MP+2MP+2MP সেটা আপ এ কোয়াড ক্যামেরা এবং 16 MP ফ্রন্ট ক্যামেরা। একই সাথে এটিতে রয়েছে 4310 mAh ব্যাটারি। 8GB+128GB এর দাম 23,990 টাকা কিন্তু বর্তমানে আপনি এটি পেয়ে যাবেন 21,490 টাকায়! অর্থাৎ পেয়ে যাচ্ছেন পুরো 10% ছাড়।

জেনে নিন : ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া লেটেস্ট পোস্ট আপডেট, PUBG Mobile ও Battlegrounds Mobile India-র মধ্যে কি আদৌ কোনো পার্থক্য থাকবে?

এরই পাশাপাশি আপনি যদি একজন Citi Bank গ্রাহক হন,তবে সেক্ষেত্রে আপনি যে কোনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে Citi Bank Credit/Debit Card এ পেয়ে যাবেন 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (Instant Discount) এছাড়াও পেয়ে যাবেন Flipkart Axis Bank Credit Card এ 5% ডিসকাউন্ট। আপনি যদি এই অসাধারণ Sale টি উপভোগ করতে চান তবে এখনই Flipkart ভিজিট করুন। এই সেলটি চলবে 8th June পর্যন্ত।