অনলাইন কেনাকাটার ক্ষেত্রে Flipkart এর জনপ্রিয়তা অত্যধিক মাত্রায় বেশি। প্রতিনিয়ত একের পর এক অসাধারণ সেল নিয়ে ফ্লিপকার্ট হাজির হয়েছে সকলের সামনে। সম্প্রতি ফ্লিপকার্ট নিয়ে এলো Flipkart Cooling Days সেল! এই দুর্দান্ত সেলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের Air Conditioners এর উপর বিশেষ ছাড়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিস্তারিত!
কোন কোন প্রোডাক্টে ছাড় পাবেন ?
Whirlpool 1.5 Ton 3 Star Split Inverter AC – White (1.5T MGCL PRO+ 3S COPR INV GOLD-O/GOLD-I, Copper Condenser)- এটি একটি 1.5 টনের AC। এটির Launch year 2020। এটিতে থাকছে ওয়ান ইনডোর ওয়ান আউটডোর ইউনিট। বর্তমানে আপনি এটি পেয়ে যাবেন 29,99 টাকায়।
Blue Star 1.5 Ton 3 Star Split Inverter AC – White (IC318VBTU, Copper Condenser)- এই Air Conditioners টি আপনি পেয়ে যাবেন 35,999 টাকাতে। এটি 1.5 টন সম্পন্ন এবং ওয়ান ইনডোর ইউনিট, ওয়ান আউটডোর ইউনিট, 2AA ব্যাটারি, রিমোট পাবেন।
SAMSUNG 1.5 Ton 5 Star Split Inverter AC – Samsung এর এই 1.5 টন বিশিষ্ট AC টি আপনি পেয়ে যাবেন 33,999 টাকায়। এটির Launch Year 2020।
LG 1.5 Ton 5 Star Split Dual Inverter AC – White- এই 1.5 টন সম্পন্ন এই A.C তে আপনি পেয়ে যাবেন 1 টি ইনডোর ইউনিট, 1টি আউটডোর ইউনিট। এরই সাথে পাবেন ইন্টারকানেক্টিং পাইপ, রিমোট। বর্তমানে এটির দাম 41,499 টাকা।
Whirlpool 2 Ton 3 Star Split Inverter AC – এটি একটি 2 টন বিশিষ্ট AC। এটিতে আপনি পাবেন ওয়ান ইনডোর ওয়ান উটডোর ইউনিট, 2 AAA ব্যাটারিস। বর্তমানে এটির দাম রাখা হয়েছে 37,999 টাকা।
কতদিন চলবে এই সেল?
ফ্লিপকার্টের এই সেল থাকবে 10-14 মার্চ পর্যন্ত। আসন্ন গরমকাল উপলক্ষে আপনি যদি এয়ার কন্ডিশন নেওয়ার কথা ভাবছিলেন তাহলে অবশ্যই এই সেলটিকে কাজে লাগান।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।