ঘরে বসে ইনভেস্টমেন্ট ছাড়াই ইনকাম করা যাবে টাকা, Flipkart নিয়ে এল নতুন অ্যাপ্লিকেশন Shopsy

Flipkart Launches Shopsy ShresthoTech

Covid-19 এর জন্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর এই পরিস্থিতিতে ভারতের কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট(Flipkart) নতুন একটা প্লাটফর্ম নিয়ে চলে এলো ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের কথা ভেবেই। এই অ্যাপ্লিকেশনের নাম Shopsy। এর সাহায্যে খুব সহজেই অনলাইন বিজনেস শুরু করে দেওয়া যাবে। কোন রকম ইনভেস্টমেন্টেরও প্রয়োজন হবে না এই অ্যাপ্লিকেশনে ব্যবসা শুরু করতে। 

Flipkart নিয়ে এল Shopsy, ঘরে বসে শুরু করুন ব্যবসা 

এই অ্যাপ্লিকেশন ব্যবহার করাও খুব সহজ। শুধুমাত্র অ্যাপ্লিকেশনে নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেই হবে। তারপর 15 কোটি প্রোডাক্ট এর মধ্যে থেকে নিজের পছন্দের প্রোডাক্ট বেছে নিতে পারবেন ব্যবসায়ীরা। সেই প্রডাক্ট কে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মাধ্যমে খুব সহজেই শেয়ার করতে পারবেন তাদের আত্মীয় পরিজন বা কাস্টমারদের সাথে। সেই শেয়ার করা প্রোডাক্ট যখন কেউ কিনবেন তখন সেটা থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কমিশন পেয়ে যাবেন আপনি। কমিশনের পরিমাণ বিভিন্ন প্রোডাক্ট ও তার ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন রকমের। 

নিঃসন্দেহে খুব সুন্দর প্রচেষ্টা ফ্লিপকার্টের। খুব সহজে সহজ-সরল ইন্টারফেসের মাধ্যমে নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট শেয়ার করা যাবে প্রিয়জনদের সাথে। আর পাওয়া যাবে কমিশনও। ফ্লিপকার্ট টার্গেট নিচ্ছে 2030 সালের মধ্যে 25 মিলিয়ন এরকমই ব্যবসায়ীদের মধ্যে Shopsy অ্যাপ্লিকেশনের সুযোগ সুবিধা পৌঁছে দিতে।

আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন এক্ষুনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করুন। এত শেয়ার করুন পছন্দের প্রোডাক্ট আপনার প্রিয়জনদের সাথে। আর ঘরে বসেই কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই আর্ন করুন।