Flipkart শুরু করে দিল Super Saver Days সেল, পাবেন অনেক প্রয়োজনীয় জিনিসে অবিশ্বাস্য ছাড়

আমরা সকলেই জানি কিছুদিন আগেই Flipkart এ শেষ হয়ে গেল Shop From Home Days Sale। এবার আরও একবার Flipkart এ শুরু হতে চলেছে “Super Saver Days”। এই সেলে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস এর উপর পেয়ে যাবেন অসাধারণ ডিসকাউন্ট। এই অফারটি শুরু হল আজ থেকে। চলবে 3rd June অবধি। চলুন দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের  উপর রয়েছে এই অসাধারণ ডিসকাউন্ট।

Flipkart Super Saver Days সেল- 

নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসের উপর এই সেল চলবে। পাওয়া যাবে দৈনিক ব্যবহার্য জিনিসে অবাক করা ডিসকাউন্ট। এক ঝলকে দেখে নেওয়া যাক সেগুলি- 

Baby Diapers (Pampers Diapers Pants Monthly Box Pack)

এটি Elastic Wristband টাইপ এর Kids Pampers। 7-12 kg ওজনের শিশুদেরদের জন্য এটি একদম ঠিকঠাক। এটির সাইজ হিসাবে পাবেন M। এটির Effective Duration 12 ঘন্টা। Maximum Shelf life আপনি পেয়ে যাবেন 36 মাস। এটি 152 পিসের দাম 2,299 টাকা কিন্তু বর্তমানে এটি আপনি 34% ছাড়ে মাত্র 1,517 টাকায় পেয়ে যাবেন। অর্থাৎ মাথা পিছু পিস হিসাবে আপনার দাম পড়বে মাত্র ₹ 10 টাকার কাছাকাছি।

HEAD & SHOULDER silky Black Shampoo

এটি একটি Anti-dandruff Shampoo। পুরুষ এবং মহিলা উভয়ই এটি ব্যবহার করতে পারবেন। এটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে যেকোনো Hair এ এটি ব্যবহার করা যায়। এটি Expired Date June 2022। এটার দাম 500 টাকা কিন্তু বর্তমানে এটি আপনি পেয়ে যাবেন 350 টাকা অর্থাৎ পেয়ে যাচ্ছেন 30% ছাড়। এছাড়াও Flipkart Axis Bank Credit card এ পাবেন 5% ছাড় এবং Bank of boroda mastercard এ পাবেন 10% ডিসকাউন্ট।

Dabur Chyawanprash

এটি একটি 1 কেজি ওজনের paste Chyawanprash। এটির Ayush লাইসেন্স নাম্বার M.L HP-183-AY। আপনার Immunity বাড়িয়ে তুলতে এটি সাহায্য করবে। 8% ছাড়ে এটি পেয়ে যাবেন, এটির দাম 310 টাকা।

জেনে নিন : Netflix-এ মুভি দেখছেন? স্বাদ পরিবর্তন করে নিন Game খেলে, শীঘ্রই আসছে এই সুবিধা

MILTON Thermosteel Flip lid Flask

এটি একটি 1000 ml এর Steel Flask। এটিতে রয়েছে Double Insulated Wall। রয়েছে 1 year Manufacturer Warranty। এটির দাম 1095 টাকা কিন্তু বর্তমানে আপনি 19% ছাড়ে পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে দিতে হবে 886 টাকা।

এছাড়াও পাবেন Nutrition & Healthcare, Personal Care, Make up Essential, Baby Care, Fashion Favourites বিভিন্ন প্রোডাক্ট এর উপর অসাধারণ ছাড়। তাহলে আর দেরি কেন? এই সমস্ত প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন হয় তাহলে এই সুযোগ মিস করবেন না। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।