Flipkart একের পর এক সেল ইতিমধ্যেই নিয়ে আসতে শুরু করে দিয়েছে। ঠিক একই ভাবে শুরু হয়ে গেছে Infinix Days Sale। এই সেলে Infinix-এর বিভিন্ন Device এর উপর পেয়ে যাবেন অসাধারণ ছাড়।
দেখে নেওয়া যাক কোন কোন প্রোডাক্ট এর উপর রয়েছে এই অসাধারণ ডিসকাউন্ট-
Infinix Smart 4 Plus
স্মার্টফোনটির আপনি পেয়ে যাবেন 6.82-inch HD+Display। রয়েছে MediaTek Helio A25 processor। ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন 13MP+Depth sensor এবং 8 MP সেলফি। এর 3GB+32GB দাম 9,999 টাকা কিন্তু বর্তমানে আপনি এটি পেয়ে যাবেন 7,499। অর্থাৎ পেয়ে যাবেন 25 শতাংশ ডিসকাউন্ট। এছাড়াও Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের ওপর 5% অতিরিক্ত ছাড় রয়েছে।
Infinix Note 10
এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.95-inch Full HD+Display। এই স্মার্টফোনটিতে থাকছে Media Tek Helio G85 Processor। স্মার্টফোনটিতে 48MP+2MP+2MP ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। একই সাথে পাবেন 16MP সেলফি ক্যামেরা। পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি এবং 18 W চার্জার। এটি 4GB+64GB সম্পন্ন স্মার্টফোনটি আপনি নির্ধারিত মূল্যের পরিবর্তে 21% ছাড়ে পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে দিতে হবে 10,999 টাকা। এছাড়াও থাকছে Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের ওপর 5% অতিরিক্ত ছাড়।
Infinix Hot 10
স্মার্টফোনটিতে থাকছে 6.78-inch HD Display। স্মার্টফোনটিতে আপনি পাবেন Media Tek Helio G70 Processor। স্মার্টফোনটিতে রয়েছে 16MP+2MP+2MP+Low light Sensor ক্যামেরা সেটআপ। একই সাথে পাবেন 8 MP সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 5200mAh এর অসাধারণ ব্যাটারি। 4GB+64GB সম্পন্ন এই স্মার্টফোনটি আপনি নির্ধারিত মূল্যের পরিবর্তে 25% ছাড়ে পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে দিতে হবে 8,999 টাকা।
Infinix Zero 8i
স্মার্টফোনটিতে থাকছে 6.85-inch Full HD+Display। এই স্মার্টফোনটিতে 48MP+8MP+2MP+AI lens কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। একই সাথে পাবেন ডুয়েল 16MP+8MP ডুয়েল সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 4500mAh এর অসাধারণ ব্যাটারি। একই সাথে থাকছে Media Tek Helio G90T Processor।
জেনেনিন : Instagram Reels-এও আসবে Advertisements, জেনেনিন কেমন হবে সেই এক্সপিরিয়েন্স
8GB+128GB সম্পন্ন এই স্মার্টফোনটি আপনি নির্ধারিত মূল্যের পরিবর্তে 21 শতাংশ ছাড়ে পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে দিতে হবে 14,999 টাকা। এছাড়াও Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের ওপর 5% ছাড়। একই ভাবে Amex Credit Card এ পেয়ে যাবেন 5% অতিরিক্ত ছাড়।
এছাড়াও রয়েছে No cost EMI এর সুবিধা পাবেন। Flipkart-এ 17th-20th June পর্যন্ত এই সেলটি চলবে। তাই অতি শীঘ্র এই অফারটি উপভোগ করার জন্য ফ্লিপকার্ট ভিজিট করুন।