আপনি কি অ্যাপেলের কোনো প্রোডাক্ট কিনতে চাইছেন? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য খুবই প্রয়োজনীয় হতে চলেছে। ইতিমধ্যে ফ্লিপকার্টে শুরু হয়ে গেছে Flipkart Apple Days সেল। এখানে আপনি পেতে চলেছেন অ্যাপেল প্রোডাক্ট এর উপর দুর্দান্ত কিছু অফার। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি বিশেষ Offers রয়েছে সেখানে!
কি কি বিশেষ Offers রয়েছে Flipkart Apple Days সেলে?
Flipkart এর লেটেস্ট সেলে আমরা দেখতে পাচ্ছি উঠে এসেছে iPhone 11 এর নাম। বর্তমানে এটির দাম 49,999 টাকা মাত্র। তারই সাথে iPhone X এর বর্তমান দাম শুরু হচ্ছে 40,999 টাকা থেকে। তারই সাথে iPhone SE -ও সাধারণ Apple ইউজারদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এটির দাম শুরু হচ্ছে 31,999 টাকা থেকে।
iPhone 12 Mini খুবই জনপ্রিয় একটি আইফোন। বর্তমানে এটির দাম শুরু হচ্ছে 63,900 টাকা থেকে। এছাড়াও আপনি যদি একজন HDFC ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই প্রোডাক্টটির ওপর 6000 টাকা পর্যন্ত ছাড়। এরই সাথে রয়েছে Easy EMI ব্যবস্থাও।
iPhone12 Pro এটির দাম শুরু হতে চলেছে 114,900 টাকা থেকে। এছাড়াও আপনি যদি একজন HDFC ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন,তাহলে আপনি পেয়ে যাবেন এই প্রোডাক্টটির ওপর 5000 টাকা পর্যন্ত ছাড়। তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে এই ব্যাংকের কার্ড। এরই সাথে রয়েছে Easy EMI ব্যবস্থাও।
জেনে নিন : কি Redmi Note 10 Pro এর স্পেসিফিকেশনস? লিক হয়ে গেল রিটেল বক্সের ছবি, জেনে নিন বিস্তারিত
iPhone 12 Pro Max এর দাম শুরু হচ্ছে 124,900 টাকা থেকে। এছাড়াও আপনি যদি একজন HDFC ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলেও আপনার জন্য রয়েছে এই প্রোডাক্টটির ওপর 5000 টাকা পর্যন্ত ছাড়। এরই সাথে রয়েছে Easy EMI ব্যবস্থাও।
iPhone 12 এটির দাম শুরু হচ্ছে 73,900 টাকা থেকে। এক্ষেত্রেও আপনি যদি একজন HDFC ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই প্রোডাক্টটির ওপর 6000 টাকা পর্যন্ত ছাড়। সাথে রয়েছে Easy EMI ব্যবস্থাও। iPhone11 Pro বর্তমানে অ্যাপেলের এই প্রোডাক্ট এর দাম শুরু হচ্ছে 79,999 টাকা থেকে।
এছাড়াও Apple MacBook Pro M1 – (8 GB/512 GB SSD/Mac OS Big Sur) এর দাম রয়েছে 1,42,900 টাকা। Apple MacBook AirCore i5 10th Gen (13.3 inch, Silver, 1.29 kg)বর্তমানে এটির দাম শুরু হচ্ছে 1,09,900 টাকা থেকে। শুধুমাত্র আইফোন বা ম্যাকবুকই নয়। Apple iPad (7th Gen) 32 GB ROM 10.2 inch with Wi-Fi Only (Silver) ভ্যারিয়েন্টির বর্তমানে দাম শুরু হচ্ছে 27,200 টাকা থেকে। Apple iPad (8th Gen) 32 GB ROM 10.2 inch with Wi-Fi Only (Space Grey) বর্তমানে এটির দাম শুরু হচ্ছে 29,900 টাকা থেকে।
সাথে Apple Watch Series 3 GPS – 42 mm Space Grey Aluminium Case with Black Sport Band (Black Strap, Regular) এটির দাম শুরু হচ্ছে 19,900 টাকা থেকে। Apple Airpods Pro With Wireless Charging Case Active noise cancellation enabled Bluetooth Headset (White, True Wireless) এর বর্তমানে দাম শুরু হচ্ছে 20,990 টাকা থেকে।
কতদিন চলবে এই Flipkart Apple Days সেল?
এই সেল চলবে এই মাসেরই 4 তারিখ পর্যন্ত। মনে হতে মাত্র আর কয়েকটি দিন রয়েছে। নিঃস্বন্দেহে Apple এর কোনো প্রোডাক্ট আপনি যদি নেবার কথা ভাবছিলেন, তাহলে অবশ্যই এই সেলের অফার গুলি দেখেনিতে ভুলবেন না।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।