আজ থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ এর পর থেকেই থেকেই দেশের সমস্ত টোল প্লাজাতে কার নিয়ে যেতে গেলে টোল পে করার জন্য FASTag বাধ্যতামূলক হয়ে গেল। আপনি যদি এখনও এই FASTag সম্পর্কে না জেনে থাকেন তবে এই আর্টিকেলে FASTag সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে জানতে পারবেন।
Table of Contents
FASTag কি ?
FASTag হল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI এর তৈরি করা একটি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। এই সিস্টেমে RFID টেকনোলজি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ Radio Frequency Identification টেকনোলজি ব্যবহার করে একটা বারকোড এবং স্ক্যানার এর সাহায্যে খুব সহজেই টোল প্লাজা তে Contactless পেমেন্ট করতে পারবেন আপনি।
FASTag এর সুবিধা কি ?
FASTag ব্যবহার করলে হাতে হাতে টাকা দিতে হবে না আপনাকে। আপনার গাড়ির সামনে একটা বারকোড লাগানো থাকবে। আর সেটা টোল প্লাজার স্ক্যানারে অটোমেটিক স্ক্যান হয়ে যাবে যখন আপনি টোল প্লাজায় যাবেন। আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক আপনার টোল এমাউন্ট কেটে নেওয়া হবে।
দেশের প্রায় প্রত্যেকটা টোলপ্লাজা তেই FASTag এর জন্য আলাদা করে লেন তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। আপনি যখন সেই নির্দিষ্ট লেন দিয়ে যাবেন তখন আপনার বারকোড স্ক্যান করে নেওয়া হবে এবং অটোমেটিক প্রয়োজনীয় টোল কেটে নেয়া হবে আপনার FASTag ওয়ালেটের ব্যালেন্স থেকে।
আর এর জন্য আপনাকে গাড়ি নিয়ে টোল প্লাজা তে দাঁড়াতে হবে না। কারোর হাতে আলাদা করে টাকাও দিতে হবে না। অর্থাৎ সমস্ত পদ্ধতিটাই স্বয়ংক্রিয় ও কন্টাক্টলেস হয়ে যাবে। ও অবশ্যই খুব দ্রুত ভাবে সম্পন্ন হবে আপনি যদি FASTag ব্যবহার করেন।
কিভাবে আপনি FASTag কিনবেন ?
FASTag কিনতে গেলে বেশিরভাগ টোল প্লাজা তেই আলাদা কাউন্টার থাকে। আপনি যেখানে গিয়ে আপনার গাড়ির জন্য FASTag করে নিতে পারবেন। অবশ্যই তার জন্য ভ্যালিড ফটো আইডি প্রুফ, পাসপোর্ট সাইজ ফটো, আপনার গাড়ির ডকুমেন্টস লাগবে। কারণ FASTag নিতে গেলে KYC করা বাধ্যতামূলক।
এছাড়াও আরও এক পদ্ধতিতে আপনি আপনার গাড়িতে FASTag লাগিয়ে নিতে পারবেন। সেটা করার জন্য আপনাকে অ্যামাজন থেকে FASTag কিনে নিতে হবে। বেশ কয়েকটি ব্যাংক ইতিমধ্যেই FASTag অফার করা শুরু করে দিয়েছে।
তার মধ্যে এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, কোটাক ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, পেটিএম পেমেন্ট ব্যাংক ইত্যাদি ব্যাংকগুলো রয়েছে। বাকি সমস্ত প্রসেস আপনাকে ব্যাংকে গিয়েই কমপ্লিট করে নিতে হবে।
FASTag না ব্যবহার করলে কি হবে?
15 ফেব্রুয়ারি 2021 তারিখের পর FASTag ব্যবহার বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনার গাড়িতে FASTag না ব্যবহৃত হলে দিতে হবে ফাইন। ফাইনস্বরূপ আপনার টোল আমাউন্টের ডবল এমাউন্ট পে করতে হবে আপনাকে।
FASTag কিভাবে রিচার্জ করবেন ?
FASTag রিচার্জ করা ফোনে রিচার্জ করার মতোই অত্যন্ত রকম সহজ। আপনি যদি Phonepe, Google Pay, Amazon Pay ইত্যাদির মত ইউপিআই পেমেন্ট App গুলি ব্যবহার করেন তাহলে খুব সহজেই সেখানে গিয়ে আপনি FASTag ওয়ালেট রিচার্জ করে নিতে পারবেন।
শুধুমাত্র আপনার নির্দিষ্ট ব্যাংকের FASTag ওয়ালেট Code দিয়ে লিঙ্ক করিয়ে নিন। তারপর রিচার্জ অ্যামাউন্ট সিলেক্ট করে নিয়ে সেই এমাউন্ট আপনার পেমেন্ট এপ থেকে মিটিয়ে দিন। এছাড়াও আপনি Credit Card/ Debit Card/ Net Banking ব্যবহার করেও এই কাজ সারতে পারবেন !
FASTag এর বৈধতা কতদিন ?
আপনি যেদিন তৈরি করেছেন সেই দিন থেকে FASTag বৈধ থাকে পরবর্তী পাঁচ বছর। এই বৈধতা বাদে FASTag একাউন্টে যে ব্যালেন্স রিচার্জটা আপনি করবেন তারও কোনো বৈধতা থাকছে না। অর্থাৎ রিচার্জ করে সেই এমাউন্ট এক্সপায়ার হয়ে যাওয়ার কোন ভয় থাকবেনা আপনার।
কোন কোন হাইওয়ে তে FASTag ব্যবহার করতে পারবেন?
ইতিমধ্যে ন্যাশনাল হাইওয়ের 240 টি টোল প্লাজা তে FASTag এর সুবিধা উপলব্ধ আছে আর সেই সংখ্যা ক্রমাগত বাড়ানো হচ্ছে।
সমস্ত লেটেস্ট টেক নিউজ সবার আগে পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে।