Facebook নিয়ে আসতে চলেছে তাদের নতুন Dating Platform, ইন্টারেস্টিং ফিচার রয়েছে এখানে

facebook working on a new dating platform named sparked

ফেসবুক তাদের একটি নতুন ডেটিং প্লাটফর্ম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। এই ডেটিং প্লাটফর্মের নাম তারা দিয়েছে স্পার্কড (Sparked)। তবে এটি বাজারের অন্যান্য ডেটিং অ্যাপ্লিকেশন গুলোর মতো না। সেগুলোর সাথে এর অনেক পার্থক্য রয়েছে। এই প্লাটফর্ম সম্পর্কে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে ফেসবুকের এক্সপেরিমেন্টাল অ্যাপ টিম। 

কেমন হতে চলেছে ফেসবুকের এই নতুন Sparked ডেটিং প্লাটফর্ম? 

এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ফেসবুকের এই স্পার্কড নামক প্লাটফর্মের জন্য আলাদা কোনো রকম অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়নি। এর জন্য রয়েছে একটা ওয়েবসাইট। ইউজাররা এই ওয়েবসাইটে গিয়ে যখন সাইন-আপ করবেন তখন ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এই একাউন্টে আপনার যাবতীয় ডিটেইলস সমস্ত কিছু অটোমেটিক নিয়ে নেওয়া হবে ফেসবুক থেকেই। 

আর বেসিক্যালি এটি হচ্ছে একটি স্পিড ডেটিং প্লাটফর্ম (Speed Dating Platform)। এখানে আপনি মাত্র 4 মিনিট ভিডিও চ্যাট করতে পারবেন আপনার পছন্দের ব্যক্তির সাথে। এই 4 মিনিট সময় টিকে আপনি 10 মিনিট পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। 

ভিডিও কল করার পর আপনার যদি কোনো ব্যক্তিকে পছন্দ হয় তাহলে আপনি ইনস্টাগ্রাম, মেসেজ অথবা ই-মেইল এর মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে পারবেন। ফেসবুকে জানাচ্ছে এর মেইন থিম হল কাইন্ডনেস (Kindness) অর্থাৎ দয়া। শুধুমাত্র দয়ালু ব্যক্তিরা এই ভিডিওটি প্লাটফর্ম কে ব্যবহার করতে পারবেন!

জেনে নিন : অল্প দামে বেস্ট ইয়ার বাডস কোনগুলি, কেনার আগে অবশ্যই দেখেনিন

তবে কিভাবে বুঝতে পারবেন আপনি দয়ালু? সে ক্ষেত্রে যখন আপনি এই প্লাটফর্মে সাইন আপ করবেন তখন আপনার কাছ থেকে কিছু তথ্য চেয়ে নেওয়া হবে। বিশেষত কোন কোন বিষয়ের জন্য আপনি নিজেকে দয়ালু মনে করেন সেই সমস্ত ইনফরমেশন আপনাকে দিতে হবে। এই তথ্যগুলো পরবর্তীকালে একজন কর্মী রিভিউ করবেন। রিভিউ করার পর যদি তার মনে হয় আপনি দয়ালু তবে এই অ্যাপ্লিকেশনে আপনাকে এলাও করা হবে। 

এখনও পর্যন্ত ফেসবুকের স্পার্কড ডেটিং প্লাটফর্ম সকলের জন্য লঞ্চ করে দেওয়া হয়নি। ভবিষ্যতে এটি একটি অ্যাপ্লিকেশনের রূপ নিতে পারে যদি এই এক্সপেরিমেন্ট সফল হয়। অর্থাৎ এটা সবার জন্য লঞ্চ করা নাও হতে পারে। বর্তমান সময়ে নানান ডেটিং Application-এ ইন্টারনেট পরিপূর্ণ। App ভেদে নানান ফিচার্সও রয়েছে। তারই মধ্যে এই নতুন ডেটিং প্লাটফর্ম কতটা জনপ্রিয়তা পায় সেটাই লক্ষণীয়। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।