এবার থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে জানাবে ফেসবুক, সুবিধা হবে সবারই

সদ্য সদ্য ফেসবুক এক খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে ঘোষণা করেছে । এবার থেকে কোন আর্টিকেল যদি কেউ শেয়ার করতে যান । এবং সেই আটিকেল যদি তিন মাসের পুরানো হয় । তাহলে শেয়ার করার আগে যিনি শেয়ার করতে যাচ্ছেন তাকে নোটিফাই করে দেওয়া হবে যে সেই আর্টিকেলটা পুরানো ।

ফেসবুকের মত সোশ্যাল মিডিয়া সাইটে ফেক নিউজ ছড়ানোর কথা এখন আর নতুন কিছু নয় । সত্যিই এই ব্যাপারে অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে । 

Image : Facebook

কোন একটি পুরনো আর্টিকেল সেটা যখন হঠাৎ করে বেশি বেশি শেয়ার হতে থাকে সেই নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় বা সমস্যায় পড়তে হয় অনেক ইউজার দেরই।

সেই বিষয়ের কথা ভেবেই এবার এই বড়সর পরিবর্তন আনতে চলেছে ফেসবুক ।

আর্টিকেলটা যদি 90 দিনের বেশি পুরনো হয় এবং তারপরেও যদি কোন ইউজার সেটা শেয়ার করতে চান তাহলে তিনি তা করতে পারবেন ।

আরও জানুন : হতে চলেছে ফিশিং অ্যাটাক, চুরি যাবে আপনার পার্সোনাল ও ফাইন্যান্সিয়াল ডাটা, সতর্ক করল গভর্মেন্ট

ফেসবুক চাইছে তাদের প্লাটফর্মে স্বচ্ছতা বজায় রাখতে এবং অযথা গুজব ছড়ানোর পরিমাণ আটকাতে । শুধুমাত্র তাই নয় করোনাভাইরাস সংক্রান্ত ক্ষেত্রে অনেক সময়ই দেখা যাচ্ছে অযথা গুজব ছড়িয়ে পড়তে । তাই নিঃসন্দেহে ফেসবুকের এই নতুন পদক্ষেপ সকল ইউজারদেরই অনেক সুবিধা এনে দেবে ।

ইতিমধ্যে এই নতুন আপডেট রোল আউট করা শুরু হয়ে গেছে। তাই শীঘ্রই সমস্ত ইউজাররাই এই নতুন আপডেট পেয়ে যাবেন তাড়াতাড়িই।