Messenger App এর মধ্যে নিয়ে আসা হল তিনটি দুর্দান্ত ফিচার্স, এখুনি জেনেনিন আর উপভোগ করুন

আপনি যদি ফেসবুকের ম্যাসেঞ্জার (Messenger) ব্যবহার করেন তাহলে আপনার জন্য খুব সুখবর নিয়ে চলে এসেছে মেটা (Meta)। এবার তিনটি অতিগুরুত্বপূর্ণ ফিচার যোগ করা হল তাদের মেসেঞ্জার প্ল্যাটফর্মের মধ্যে। যে বিষয় গুলো আপনার দারুণ কাজে দেবে এবং আপনি অত্যন্ত ভালোভাবে এই প্লাটফর্ম কে ব্যবহার করতে পারবেন এই ফিচারগুলো সাহায্যে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ফিচার নিয়ে এসেছে মেটা এবং সেগুলোর কাজ কি।

Messenger App এর মধ্যে নিয়ে আসা হল তিনটি দুর্দান্ত ফিচার্স

1। প্রথমে যে গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে আপনাকে বলব তাহলে হল পেমেন্ট সম্পর্কিত এক ফিচার। এর সাহায্যে খুব সহজেই খরচ ভাগ করে নিতে পারবেন কোনো একটি মেসেঞ্জার গ্রুপের মেম্বাররা। এমনকি কোনো নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে কোন নির্দিষ্ট অ্যামাউন্ট যদি থাকে, সেটা কেও কাস্টমাইজ করে নেওয়া যাবে প্রয়োজন অনুযায়ী। শুধুমাত্র গ্রুপ চ্যাট এর ক্ষেত্রে পেমেন্ট অপশন টিকে সিলেক্ট করতে হবে প্রথমে। তারপর গেট স্টার্টেড অপশনটিতে ক্লিক করে নিতে হবে। তাহলেই Split Your Bill অপশন পাওয়া যাবে তার মধ্যেই।

2। এরপরে যে গুরুত্বপূর্ণ ফিচার যোগ করা হল সেটা হল ভয়েস মেসেজ কন্ট্রোল। এই ফিচার এর সাহায্যে খুব সহজেই ম্যাসেঞ্জারের মাধ্যমে পাঠানো ভয়েস মেসেজ কে ডিলিট করা যাবে। অথবা রেকর্ডিং কন্টিনিউ করা যাবে। তার সাথে প্রিভিউ করা যাবে অথবা Pause করাও যাবে প্রয়োজনমতো। এর আগেও আমরা দেখেছিলাম হোয়াটসঅ্যাপ এর মধ্যেও এই ধরনের ফিচার নিয়ে আসা হয়েছিল। শুধু মাত্র এখানেই থেমে থাকছে না। এই মেসেঞ্জার ভয়েস মেসেজ এখন আপনি 30 মিনিট পর্যন্ত পাঠাতে পারবেন। যেটা অত্যন্ত সুবিধাজনক হতে চলেছে অনেকেরই জন্য।

জেনেনিন : ঘুটঘুটে অন্ধকার সুইমিংপুলে চাঁদে নামার প্রস্তুতি নিচ্ছেন NASA-র মহাকাশচারীরা, এই ছবি হতবাক করে দেবে

3। এতদুর করেই থেমে থাকছে না ম্যাসেঞ্জার। তারা এবার নিয়ে আসছে Vanish Mode। এর ফলে আপনি যাকে মেসেঞ্জারে মেসেজ পাঠাচ্ছেন তিনি মেসেজ সিন করে নেওয়ার পর সেই মেসেজ অটোমেটিক ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ এই ধরনের ফিচার নিয়ে এসেছিল অনেক আগেই। সেটা আমরা আগেই জানিয়েছিল আপনাদের। যার নাম সেখানে দেওয়া হয়েছিল Disappearing Message। বলা হচ্ছে এই ফিচার ব্যবহার করে আপনি মেসেঞ্জারের মধ্যে জিআইএফ থেকে শুরু করে স্টিকার, রিঅ্যাকশন সমস্ত কিছুই পাঠাতে পারবেন খুব সহজেই। যা নিঃসন্দেহেই খুবই সুবিধাজনক হবে সকলের জন্যই।

আপনি যদি ফেসবুকের ম্যাসেঞ্জার ব্যবহার করতে খুব ভালোবাসেন তাহলে এক্ষুনি আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশন টিকে আপডেট করে নিন এবং এই ফিচারগুলো কে ব্যবহার করতে শুরু করুন। এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!