টেসলা এবং স্পেসএক্স (SpaceX)-র মতো বিশ্ব বিখ্যাত কোম্পানির সিইও ইলন মাস্ক(Elon Musk) সম্পর্কে বিস্তারিত পরিচয় দেবার কিছুই নেই। তিনি সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে টুইটারে, অত্যাধিক রকমভাবেই অ্যাক্টিভ থাকেন। এবার তিনি নিজের এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শুরু করতে পারেন এমনই ইঙ্গিত পাওয়া গেল তার রিসেন্ট কিছু টুইট এর মধ্য দিয়েই।
টুইটারের মতো আরো এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম করতে চলেছেন ইলন মাস্ক
টেসলা এবং স্পেসএক্সের মতো বিশ্ব বিখ্যাত কিছু কোম্পানির সিইও ইলন মাস্ক সারাদিন ধরেই টুইটারে নানা ধরনের পোস্ট করে যান। তার মধ্যে মজার পোস্ট যেমন থাকে তার সাথে সিরিয়াস পোস্টও থাকে। অতি সম্প্রতি তিনি টুইটারে এক পোস্ট করেন যেখানে তিনি ফ্রী স্পিচ এর ব্যাপারে আলোচনা করেন। বলেন ফাংশনিং এক ডেমোক্রেসিতে ফ্রী স্পিচ অত্যাধিক রকম ভাবেই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টা টুইটার কি মেনে চলে? ইয়েস এবং নো এই দুটো অপশন রেখে তিনি এক পোলের মাধ্যমে জানতে চান তার টুইটার ফলওয়ারদের কাছ থেকে। সেখানে প্রায় 70 পার্সেন্ট ভোট পায় No অপশনটি।
ইলন মাস্ক একবার জানিয়ে দেন এই পোলের ফল খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য খুবই যত্ন সহকারে ভোট দিতে বলেন সকলকে। এরই মাঝে Pranay Pathole নামে একজন টুইটার ইউজার তাকে অনুরোধ করে বসেন এমন এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শুরু করতে যেখানে ওপেনসোর্স অ্যালগরিদম থাকবে। এবং তার সাথে অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মের মতো না হয়ে, সেই প্লাটফর্ম ফ্রী স্পিচ কেই প্রমোট করবে সব সময়। এবং যার মধ্যে প্রোপাগান্ডা থাকবে একদমই কম। আর এর উত্তরেই ইলন মাস্ক জানান Am giving serious thought to this! অর্থাৎ তিনি এই বিষয় নিয়ে গভীরভাবেই চিন্তাভাবনা করছেন।
এই ঘটনার পরই হৈচৈ শুরু হয়ে যায় চারিদিকে। খবর ছড়িয়ে যায় ইলন মাস্ক টুইটারের মতোই এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শুরু করতে চলেছেন খুব শীঘ্রই। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে সঠিক কোনো রকম তথ্য দেননি তিনি। এর আগেও অনেক ধরনের আইডিয়া তিনি শেয়ার করেছেন টুইটারে। তার প্রিয় ক্রিপ্টোকারেন্সি Dodge কয়েন সম্পর্কেও মাঝে মাঝেই পোস্ট করতে দেখা যায় তাকে এখানেই।
এমনকি ইউক্রেইন রাশিয়া ওয়ার সম্পর্কেও অনেক গুরুত্বপূর্ণ পোস্ট তিনি করেছেন। ইউক্রেনকে সরাসরি সাহায্য করেছেন স্টারলিনক এর ইন্টারনেট কানেকশন দিয়ে। মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও আহ্বান করেছেন সম্মুখ সমরে। এরই মাঝে মাস্ক কি সত্যি সত্যিই চিন্তা করছেন নতুন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম লঞ্চ করার? এই ভাবনাতেই দ্বিধাবিভক্ত টুইটার প্লাটফর্ম।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও আমরা দেখেছি প্রাক্তন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (Truth Social) লঞ্চের ব্যাপারে অনেক দূরে অগ্রসর হয়ে গেছেন। তাই যদি ইলন মাস্কও তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম লঞ্চ করেন তাহলে জোর কম্পিটিশন হবে নতুন অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর সাথেই। সময়ই বলে দেবে ফেসবুক, টুইটারের মতো জনপ্রিয়তা অর্জন করতে পারবেন কিনা মাস্কের এই সোশ্যাল মিডিয়া।
আপনি কি মনে করেন ইলন মাস্ক কি সত্যি সত্যিই নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছেন? তবে লঞ্চ করলে মন্দ হয় না। এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!