Math শেখার জন্য নতুন App নিয়ে কাজ করছে জনপ্রিয় Language Learning প্লাটফর্ম DuoLingo, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত

যারা ভাষা শিখতে পছন্দ করেন, অন্য ভাষার প্রতি যাদের আগ্রহ রয়েছে তাদের কাছে ডুয়োলিংগো (DuoLingo) অ্যাপ্লিকেশন অচেনা নয়। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে খুব সহজেই নতুন নতুন ভাষা শেখা যায়। এই ডুয়োলিংগো অ্যাপ্লিকেশনই নতুন এক এপ্লিকেশন নিয়ে কাজ করছে। পাওয়া যাচ্ছে এমন ইঙ্গিত। সেটা অন্য কোন ধরনের অ্যাপ্লিকেশন নয়। সেটা ম্যাথ অ্যাপ্লিকেশন এবং এর টার্গেট অডিয়েন্স শিশুরা।

শিশুদের জন্য ম্যাথ শেখাতে এই নতুন ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে যাচ্ছে ডুয়োলিংগো। এই বিষয়ে ইতিমধ্যে তারা হায়ারিং প্রসেসও শুরু করে দিয়েছে তারা। আর কাজ অনেক এগিয়ে গেছে বলেই মনে করা হচ্ছে। 

মনে করা হচ্ছে অঙ্ক বিষয়ে প্রাথমিক ধারণার জন্য প্রথমে এই ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে আসবে তারা। পরবর্তীকালে হয়তো আরো অ্যাডভান্স লেভেলের ম্যাথ লাভারদের জন্য তৈরি করা হবে অ্যাপ্লিকেশনকে। তবে এখনই এই বিষয়ে ডুয়োলিংগো কোন রকম কমেন্ট করতে নারাজ। আশা করে যাচ্ছে খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। 

জেনেনিন : WhatsApp-এর নতুন View Once ফিচারে রয়েছে এই সমস্যা, সাবধান হয়ে যান, অবশ্যই খেয়াল রাখুন

তারা জানিয়েছে তাদের এই প্রগ্রেস এখনো পর্যন্ত আর্লি-স্টেজ পর্যায়েই রয়েছে। বিস্তারিত তারা খুব শীঘ্রই জানাবে এবং মনে করা হচ্ছে তাদের আপকামিং ডুয়োকন (DuoCon)-এ এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারব আমরা। ডুয়োলিংগো অ্যাপ্লিকেশন ইতিমধ্যেই সকলের মধ্যে অধিক জনপ্রিয়। আর ম্যাথ অ্যাপ্লিকেশন যদি তারা নিয়ে আসে তা হলেও সেই অ্যাপ্লিকেশনেও চমক থাকবে এমনটাই আশা করা হচ্ছে।

তবে তাদের ফাইনাল প্রোডাক্ট কেমন হবে সেটা দেখার জন্য আগ্রহী হয়ে রয়েছি আমরা। সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।