Battlegrounds Mobile India ও PUBG Mobile মধ্যে কি পার্থক্য? এই সামান্য পার্থক্য গুলো চোখে পড়বেই

difference between pubg mobile and battlegrounds mobile india that you will notice

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বিটা টেস্টিংয়ের জন্য ইতিমধ্যে এভেলেবেল হয়ে গেছে। আপনাদের আমরা জানিয়েছে কিভাবে আপনি 100% এই গেমটির বিটা ভার্সন ডাউনলোড করতে পারবেন।

এমনিতে গেম দুটি হুবহু একই। পাবজি মোবাইলের তুলনায় যে গেমপ্লে তে সাংঘাতিক পার্থক্য রয়েছে এমনটি নয়। কিন্তু খেলতে গিয়ে আমরা সামান্য কিছু পার্থক্য দেখতে পাচ্ছি পাবজি মোবাইলে থেকে। এই আর্টিকেলের পাবজি মোবাইলের তুলনায় ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে কি কি পার্থক্য রয়েছে সেসব বিষয়ে আলোচনা করবো আমরা। 

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ও পাবজি মোবাইলের মধ্যে কি পার্থক্য? 

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া খেলা শুরু করতেই গেম ম্যানেজমেন্ট সিস্টেমের সাংঘাতিক রকমের পার্থক্য চোখে পড়বেই। এই গেমটা যখন আপনি খেলতে যাবেন গেমটা শুরু হওয়ার আগেই আপনাকে সচেতন করে দেওয়া হবে। এই গেমটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের গেম সে সম্পর্কে অবহিত করা হবে। তার সাথে প্রতি ক্ষণে আপনাকে এলার্ট করে দেওয়া হবে আপনার গেম প্লেইং টাইম (Game Playing Time), গেম খেলাতে গিয়ে আপনার পশ্চার (Posture) সম্পর্কে। তার সাথে আপনাকে স্ক্রিন টাইম (Screen Time) লিমিট করার উপদেশ দেওয়া হবে। পাবজি মোবাইলে এত কিছু সতর্কবার্তা আমরা পেতাম না। কিন্তু আমার ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে আমরা এইগুলো পাচ্ছি।

এর পর গেম খেলতে শুরু করলে প্রথমেই যে পার্থক্য চোখে পড়ছে তা হল রক্তের রং। পাবজি মোবাইলে কিল করার সময় আমরা রক্ত দেখতে পারতাম লাল রঙের। অনেক প্রশ্ন উঠেছিল সেখানে। এই গেম ভায়োলেন্স ছড়াচ্ছে, যুব সমাজকে বিপথে চালিত করছে এমন কোথাও শোনা গিয়েছিল। সেই জন্য কোনরকম সুযোগ নেওয়া হয়নি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ক্ষেত্রে। বিতর্ক এড়াতে তারা এই গেমে রক্তের রংও পরিবর্তন করে দিয়েছে। এখানে রক্তের রং করা রয়েছে সবুজ এবং হলুদ। আপনি সবুজ, ডিপ সবুজ এবং হলুদের মধ্যে বেছে নিতে পারবেন। কিন্তু এই রং গুলি ছাড়া আর অন্য কোন রং আপনি বেছে নিতে পারবেন না। 

জেনেনিন : YouTube-এর এই সেটিংস আপনার অনেক সময় বাঁচাবে, অবশ্যই জেনেনিন অসাধারণ ইউটিউব সেটিংস

পাবজি মোবাইলে আমরা যখন কিল করতাম তখন সেখানে Kills শব্দটি দেখানো হতো। বাঁদিকে উপরের কোনাতে কতগুলো কিল করেছি আমরা Kills বলেই প্রদর্শন করা হত। তার পাশে নাম্বার দেখানো হতো কিলের। কিন্তু ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে বির্তক এড়াতে এই Kills শব্দ কেই ব্যবহার করা হয়নি। তার পরিবর্তে ব্যবহার করা হয়েছে Finish শব্দটিকে। এক্ষেত্রেও কোনরকম রিক্স নিতে চায়নি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া কর্তৃপক্ষ। 

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে সার্ভার চেঞ্জ করতে গেলে আপনাকে সেটিংস পেজ অ্যাক্সেস করতে হবে। তাই আপনার সার্ভার চেঞ্জ করতে গেলে প্রথমে সেটিংস পেজে চলে যান। সেখানে গিয়ে সার্ভার টা চেঞ্জ করে নিন। 

আপাতদৃষ্টিতে এই দুটি ব্যাটেল রয়েল গেম এর মধ্যে এই সকল পার্থক্যই দেখতে পাচ্ছি আমরা। আপনি কি গেমটি ডাউনলোড করেছেন? যদি না করে থাকেন উপরের দেওয়া পদ্ধতিতে অবলম্বন করে এখনই গেমটিকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার স্মার্টফোনে। উপভোগ করতে পারবেন।গেমটি খেলতে গিয়ে আপনার কি কোন পার্থক্য চোখে পড়েছে? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।