Crypto.com-এ হ্যাকারদের আক্রমণ স্বীকার করে নিলেন CEO, ট্রান্সফার করে নেওয়া হয়েছে 400 ইউজারের ফান্ড

এমনটাই অতিসম্প্রতি সিঙ্গাপুর ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ প্লাটফর্ম crypto.com-এর CEO জানিয়েছেন একটা টিভি সাক্ষাৎকারে। বর্তমান সময়ের অন্যতম ইনভেস্টমেন্টের মাধ্যম হল ক্রিপ্টোকারেন্সি। প্রকৃতপক্ষে ডিজিটাল কারেন্সি হলেও ক্রিপ্টোকারেন্সি হয়ে গেছে এখন একটা গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট মাধ্যম। এই বিষয়ে আরও জানতে পারবেন এখানে। 

Crypto.com-এ হ্যাকারদের আক্রমণ স্বীকার করে নিলেন CEO

আর এই কাজেই এখন গোটা দুনিয়ার অতি গুরুত্বপূর্ণ একটি প্লাটফর্ম হল crypto.com। এবার তাদেরই CEO এক সাক্ষাৎকারে জানিয়েছেন তাদের প্ল্যাটফর্মের 400 ইউজারের অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছিল হ্যাকাররা। এমনকি সেই সমস্ত অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করে নিতেও সক্ষম হয়েছিল তারা। যদিও crypto.com এর পক্ষ থেকে জানানো হয়নি কিভাবে হ্যাকিং সম্ভব হয়েছে। বা ঠিক কত পরিমান টাকা চুরি করে নিয়েছিল হ্যাকাররা এই সমস্ত অ্যাকাউন্ট গুলো থেকে।

জেনেনিন : মাত্র 1,999 টাকায় লঞ্চ হয়ে গেল Ambrane Dots Muse TWS Earbuds, দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু

তবুও তিনি আশ্বস্ত করে বলেন 13/14 ঘণ্টার পর এই সমস্যা থেকে তাদের ইঞ্জিনিয়াররা সলিউশন বার করে নিয়ে আসতে সক্ষম হয়। যে সমস্ত কাস্টমারদের একাউন্ট কম্প্রোমাইজ হয়ে গিয়েছিল তাদের অ্যাকাউন্ট ফিরিয়ে নিয়ে আসা হয়। এমনকি যে ফান্ড তাদের অ্যাকাউন্ট থেকে লোপাট হয়ে গিয়েছিল সেটাও ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন তারা।

তবে crypto.com সকলকে আশ্বস্ত করে জানাচ্ছে এই নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তারা তাদের সিকিউরিটি দ্বিগুণ করে দিয়েছে ইতিমধ্যেই।প্রসঙ্গত উল্লেখ্য, সারা পৃথিবীর 100 টি দেশের মধ্যে জনপ্রিয় ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ প্লাটফর্ম হল এই crypto.com। আর এই জনপ্রিয় ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ প্লাটফর্মেই এইরকম পরিস্থিতিতে হতাশ অনেকেই।

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!